কলকাতা: গার্ডেনরিচকাণ্ডে (Garden Reach Building Collapse) ফের একবার পুর আধিকারিকদের নিয়ে অসন্তোষের সুর শোনা গেল পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিমের গলায়। এদিকে মেয়রের পদত্যাগের দাবিতে আজ কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বামেরা।


'ক্যালাস প্রশাসনের মাথায় আমি থাকতে চাই না'


কলকাতা পুরসভা পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, আমার তো মনের মধ্যে একটা লেগেছে। ১২টা লোকের প্রাণ গেছে। আমি বলেছি, ক্যালাস প্রশাসনের মাথায় আমি থাকতে চাই না। আপনারা ক্য়ালাস প্রশাসন। গার্ডেনরিচে নির্মীয়মাণ বেআইনি বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ১২জনের। যে ঘটনার পর মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফার দাবি তুলেছেন বিরোধীরা। অন্য়দিকে, ববি হাকিম দায় ঠেলেছেন পুর-আধিকারিকদের ঘাড়ে। বুধবারও ফের একবার সেই সুরই শোনা গেল তাঁর গলায়। গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ার নেপথ্যে কার গাফিলতি? খতিয়ে দেখতে মঙ্গলবারই দুর্ঘটনাস্থলে যায় কলকাতা পুরসভার অনুসন্ধান কমিটি। তার ২৪ ঘণ্টার মধ্য়ে ফের একবার পুর-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মেয়র।


'আমি বলছি না, কোনও ছেলে চাকরি করতে এসে তাঁর জীবন সংশয় হয়ে যাবে'


কলকাতা পুরসভার পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম বলেন, আমি বলছি না, কোনও ছেলে চাকরি করতে এসে তাঁর জীবন সংশয় হয়ে যাবে, বা তাঁর হ্যাকল হবে, আমি চাই না। কিন্তু অন্তত থানায় তো FIR করবে যে আমি AC এলাকায় ঘুরছি, এখানে বেআইনি কাজ হচ্ছে, আমি থানায় এসে FIR করছি। এইটাই আমি, বারবার বলার পরে যদি DG এই কমিশনার ছিলেন না, আগের কমিশনার তাঁকে এতবার বলার পরেও যদি কার্যকর না হয়, সেইজন্য তাঁর ওপর আমি একটু সেদিন রেগে গিয়েছিলাম। 


আরও পড়ুন, আগামীকাল দিল্লিতে TMC প্রার্থী মহুয়াকে তলব, নাম না করেই দিলীপ বললেন..


 মেয়রের ইস্তফার দাবিতে বামেদের বিক্ষোভ


একদিকে ফিরহাদ হাকিমের মুখে যখন পদ ছাড়ার কথা শোনা যাচ্ছে, তখন বুধবারই তাঁর ইস্তফার দাবিতে কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বামেরা। গার্ডেনরিচ-সহ বন্দর এলাকায় বিল্ডিং সংক্রান্ত যাবতীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও লাইসেন্সড বিল্ডিং সার্ভেয়ারের উদ্দেশেও কড়া বার্তা দেন মেয়র। এদিকে, গার্ডেনরিচে বেআইনি বহুতল বিপর্যয়ের ঘটনায় নমুনা সংগ্রহ করল কলকাতা পুরসভার তৈরি অনুসন্ধান কমিটি। অন্য়দিকে পাল্টা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে ইন্সটিটিউট অফ টাউন প্ল্য়ানার্স ইন্ডিয়ার রাজ্য় শাখা।