কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : ভোট ঘোষণার পর কেন্দ্রীয় সংস্থার স্ক্যানারে আগেও এসেছেন এরাজ্যের হেভিওয়েটরা। এছবি নতুন নয়। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায়, এবার দিল্লিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে তলব করেছে ইডি (ED Summons Mahua Moitra)। আজ নাম না করেই তোপ দাগলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (BJP Candidate Dilip Ghosh)। 


কৃষ্ণনগরে মহুয়া মিত্রকে প্রার্থী করেছে তৃণমূল ,মহুয়া মিত্রকে তৃণমূল স্টার ক্যাম্পেনার হিসেবে রাখেনি। দিলীপ ঘোষ বলেন,' এটা ওদের পার্টির ব্যাপার। প্রার্থী পাওয়া যাচ্ছে না বলে দাগী প্রার্থীদের সব নিয়ে আসতে হচ্ছে। না পেলে বিহার থেকে খুঁজতে খুঁজতে গুজরাট পর্যন্ত যেতে হচ্ছে। কৃষ্ণনগর চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত সেখানকার একজন সাংসদ, পার্লামেন্টে যা মুখে আসছে তাই বলছেন। সেই রকম ব্যক্তিকে তাঁরা কি ভোট দেবেন? আমরা তাঁর সামনে একজন রাজ পরিবারের এক রাজমাতাকে রেখেছি। এবার ওখানকার মানুষের দায়িত্ব কাকে ভোট দেবেন।' 


 আগামীকাল দিল্লিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।সূত্র মারফত খবর, বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে শনিবার মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। গতকালই কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে মহুয়া মৈত্রকে নিয়ে কথা হয় প্রধানমন্ত্রীর। পাশাপাশি আগামীকাল শিল্পপতি দর্শন হিরানন্দানিকেও তলব করেছে ইডি।


লোকসভা ভোটের মুখে, কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বিরুদ্ধে সক্রিয় হল আরও এক কেন্দ্রীয় এজেন্সি। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায়,মহুয়া মৈত্রকে বৃহস্পতিবার দিল্লিতে ED-র দফতরে তলব করা হয়েছে। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে শনিবার মহুয়ার একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। আলিপুরের রত্নাবলী অ্যাপার্টমেন্ট কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর অফিস এবং করিমপুরের আনন্দপল্লিতে মহুয়া মৈত্রর ভাড়া বাড়িতে তল্লাশি চালান CBI-এর গোয়েন্দারা।


আরও পড়ুন, ঘাটালের BJP প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে শোকজ কমিশনের


এরপরই, CBI-এর পদক্ষেপে হেনস্থা ও প্রচারে বাধার অভিযোগ তুলে এবং নির্বাচনী বিধি চালু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়ার দাবি করে মুখ্য নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠান কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। তারপরই, এবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাও, এমন একটা দিনে, যার ঠিক আগের দিন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সঙ্গে মহুয়া মৈত্রকে নিয়ে কথা হয় প্রধানমন্ত্রীর।