কলকাতা:  গার্ডেনরিচকাণ্ডে এত মৃত্যুর দায় কার? তুঙ্গে চাপানউতোর। ভেঙে পড়া নির্মীয়মাণ বহুতলের প্রোমোটারের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা পুলিশের। ৫ তলার ওপরে গাঁথনি করতে গিয়ে দুর্ঘটনা, দাবি ধৃত প্রোমোটারের। 


গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে একাধিক প্রাণহানির ঘটনায় প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ। রুজু হয়েছে স্বতঃপ্রণোদিত মামলা। FIR-এ নাম ছিল ধৃত ওয়াসিমের। বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। খুন, খুনের চেষ্টা, বাড়ি তৈরিতে গাফিলতি, নির্মীয়মান বাড়ি ভেঙে আশপাশের বাসিন্দাদের ক্ষয়ক্ষতি হওয়া এবং অপরাধে একাধিক ব্যক্তির যোগ থাকার ধারায় মামলা রুজু করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, বহুতলটিতে ৫টি তলা (Garden Reach Building Collapsed) ছিল। পুলিশের কাছে ধৃত জানিয়েছে, উপরের ফ্লোরে দেওয়াল তৈরি করা হচ্ছিল। তার ফলে বিপর্যয় হয়। গার্ডেনরিচে এই ভয়াবহ দুর্ঘটনার দায় কার? তাঁরা কী ধরা পড়বে? এখন ঘুরপাক খাচ্ছে এমন প্রশ্নই। তার সঙ্গেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


নির্মীয়মাণ বহুতল ভেঙে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন ১২ জন। রাত পর্যন্ত ধ্বংসস্তূপে (Kolkata Building Collapsed) কয়েকজন আটকে রয়েছেন। সোমবার রাতে আলোর অভাবে আপাতত কাজ বন্ধ হয়েছে। মঙ্গলবার ফের উদ্ধার-অভিযান শুরু হবে বলে সূত্রের খবর। গুরুতর আহত অবস্থায় হাসপাতাল-নার্সিংহোমে বেশ কয়েকজন ভর্তি রয়েছেন।


এই ঘটনায় এখনও পর্যন্ত পুরসভার অ্যাসিস্ট্যান্ট ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নির্মাণ যে বেআইনি তা মেনেছেন মেয়র ও মুখ্যমন্ত্রী। কিন্তু পুকুর বুঝিয়ে ৪ ফুটের রাস্তায় কীভাবে ৫ তলা বাড়ি? এত কাজ হয়ে গেল পুরসভা জানতেই পারল না? জানলেন না কাউন্সিলরও? এখানেই উঠছে প্রশ্ন। কারণ, নিজের বিধানসভা এলাকায় এমন ঘটনা ঘটার পরে কাউন্সিলরকে আড়াল করে প্রশাসনের ঘাড়ে দায় চাপিয়েছেন মেয়র। পাশাপাশি দুষেছেন বাম আমলকেও। তিনি বলেছেন,  'বাম আমল থেকেই বেআইনি নির্মাণ রীতি হয়ে দাঁড়িয়েছে।'


যা নিয়ে পাল্টা তোপ দেগেছেন সিপিএম নেতা ও কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য। তিনি বলেন, 'যদি আপনারা তদন্ত করেন দেখবেন, ১৪ বছর ধরে টানা ওখানকার কাউন্সিলর বা MLA, তাঁরা ওই বাড়ির যে মালিক বা যিনি তৈরি করেছেন, তাঁর থেকে কাটমানি নিয়েছেন। এ নিয়ে কোনও সন্দেহ নেই, তদন্ত হলেই সত্য প্রকাশিত হবে।'


বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'গোটা কলকাতাকে অবৈধ নির্মাণের যে টেন্ডার, সেটা তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা কী করবে, প্রতি স্কোয়ার ফুটে তো তারা পয়সা নেয়। প্রত্যেক কাউন্সিলরকে স্কোয়ার ফুট কাউন্সিলর বলা হয়। একেক জন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: চার মাস বয়সেই ২৪০ কোটির মালিক, নাতিকে উপহার নারায়ণ মূর্তির