সুকান্ত মুখোপাধ্যায় এবং প্রকাশ সিনহা, কলকাতা: খাটের নীচে খাজানার পরে গার্ডেনরিচকাণ্ডে (Garden Reach) আরও কোটি কোটির হদিশ! গার্ডেনরিচে প্রায় ১৭ কোটির পরে এবার কোটি কোটি টাকার বিটকয়েন (Bitcoin) পুলিশের (Police) পর এবার কোটি কোটি টাকার বিটকয়েন বাজেয়াপ্ত করল ইডি (ED)।
ধৃত আমির খানের ১২ কোটি ৮৩ লক্ষ বিটকয়েন বাজেয়াপ্ত করল ইডি। ই-নাগেটস অ্যাপের মাধ্যমে ‘প্রতারণা’, কলকাতার ৩ জায়গায় তল্লাশি। গেমিং অ্যাপের মাধ্যমে ‘প্রতারণা’, বেহালা-আহিরীটোলায় ইডির অভিযান। ১২ কোটি ৮৩ লক্ষ টাকার বিটকয়েন বাজেয়াপ্ত করল ইডি। অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে বেআইনি কারবারের অভিযোগ। প্রায় ১৪ কোটির ক্রিপ্টোকারেন্সি ফ্রিজ পুলিশের, এবার ইডির অভিযান। খাটের নীচে প্রায় ১৭ কোটি, বিটকয়েনেও আরও ২৭ কোটি। সূত্রের খবর, ৭০ কোটির প্রতারণা, আশঙ্কা করছেন ইডির আধিকারিকরা।
এদিকে, গার্ডেনরিচকাণ্ডের জেরে ইডি-র হানার পরেই ক্লোজ করা হয়েছিল পার্ক স্ট্রিট থানার তদন্তকারী অফিসার এসআই পৃথিবেশ মিস্ত্রিকে। অনলাইন মোবাইল অ্যাপ প্রতারণার অভিযোগে ২০২১-এর ফেব্রুয়ারিতে আমির খানের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। চলতি মাসের ১০ তারিখ গার্ডেনরিচে আমিরের বাড়িতে হানা দেয় ইডি। তারপরই তত্পরতা বাড়ে লালবাজারের। ইডি-র হানার দেড় সপ্তাহ পর, ক্লোজ করা হয় পার্ক স্ট্রিট থানার তদন্তকারী অফিসারকে। শুক্রবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে মূল অভিযুক্ত আমির খানকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা পুলিশ।
আরও পড়ুন, জেলায় আশা কর্মীদের পুজোর বোনাস বৃদ্ধির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্রসঙ্গত, খাটের ওপরে টাকা! মেঝেতে টাকা! সুটকেসে রাখা টাকা। ঘরের যেদিকে চোখ যাচ্ছে, শুধু টাকা টাকা আর টাকা। উদ্ধার হল প্রায় সাড়ে ১৭ কোটি টাকা! এই বান্ডিল বান্ডিল টাকা শুধু কি ব্যবসায়ী আমির খানের? শুধুই কী গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা করে এই টাকা জমানো হয়েছে? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও চক্র? হাওয়ালার কোনও যোগ আছে? সকাল ১০টা থেকে শুরু হয় টাকা গোনা। ঘণ্টায় ঘণ্টায় বাড়তে থাকে টাকার অঙ্ক। টাকা গুনতে নিয়ে আসা হয় বড় মেশিন। উদ্ধার টাকার পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।
এরপর ফের আজ বিটকয়েনেও আরও ২৭ কোটি পাওয়া গেল। টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে ইডি সূত্রে খবর।