কলকাতা: গার্ডেনরিচে (Garden Reach) ব্যবসায়ীর বাড়িতে ইতিমধ্যেই প্রায় ১৮ কোটির হদিশ। খাটের নিচে টাকার পাহাড়, কালো টাকার রহস্য কী? প্লাস্টিকে মোড়ে থরে থরে টাকার পাহাড়, কোথা থেকে এল? বাড়ছে রহস্য। এদিকে এখনও অধরা মূল অভিযুক্ত ব্যবসায়ী আমির খান (Amir Khan)। সূত্রের খবর, ৩টি ফোনই সুইচড অফ।  


ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকার হদিশ: সকাল থেকে সন্ধে- গার্ডেনরিচে (Garden Reach) প্লাস্টিকে মোড়ে টাকার পাহাড় গুনতে কেটে গেল সারাদিন। পার্থ-অর্পিতার (Partha Chatterjee) পরে ফের কলকাতায় টাকার পাহাড়। গার্ডেনরিচে ইডির অভিযানে ব্যবসায়ীর বাড়ির খাটের নিচে কোটি কোটি টাকার হদিশ। কোথা থেকে এল বিপুল পরিমাণে কালো টাকা? শুধুই কি গেমিং অ্যাপের নামে প্রতারণা? গার্ডেনরিচের সাদামাটা বাড়ির আড়ালে কীভাবে কোটি কোটি টাকা? বাড়ছে রহস্য। ইডি সূত্রে খবর, ব্যবসায়ীর বাড়ি তল্লাশি চালিয়ে, ২ হাজার, ৫০০, ২০০, ১০০ টাকার নোটে বান্ডিল বান্ডিল টাকার হদিশ মিলেছে।


তৃণমূল যোগের অভিযোগ: মোবাইল গেমিং অ্যাপ (Mobile Gaming App) প্রতারণাকাণ্ডে কলকাতার ৬টি জায়গায় ইডি তল্লাশি অভিযান চালায়। গার্ডেনরিচে টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ীর তৃণমূল যোগের অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। এদিন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, “ব্যবসায়ীর বাড়িতে টাকা উদ্ধার, ওনার কপালে ভাঁজ কেন? ওই ব্যবসায়ী নাকি পরিবহণমন্ত্রীর ঘনিষ্ঠ। পশ্চিমবঙ্গকে পচিয়ে দিল। যত বড় নেতা, তত বড় চোর!’’ গার্ডেনরিচে কোটি কোটি টাকা উদ্ধার নিয়ে তৃণমূলকে নিশানা সুজনের। একইভাবে আক্রমণের সুর রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের (Sameek Bhattacharya) গলায়। এদিন তিনি বলেন, “গার্ডেনরিচে যাঁর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার, সে তৃণমূল সদস্য। যেহেতু তৃণমূলের হয়ে ব্যবসা করছে, তাই তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না?’’


পাল্টা কটাক্ষ ফিরহাদের: পাগলের মতো কথা বলছেন বলে এদিন শমীক ভট্টাচার্য এবং সুজন চক্রবর্তীকে পাল্টা কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। পাশাপাশি এদিন তিনি বলেন, "ইডি রেড, ইডি রেড করে ব্যবসায়ীদের বার্তা দেওয়া হচ্ছে বাংলায় থাকলে ব্যবসায়ীরা আক্রান্ত হবে। আসলে বাংলার অর্থনীতিকে ধ্বংস করতে আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে মনে করি।'' 


আরও পড়ুন: Suvendu Adhikari : ‘এগিয়ে বাংলায় বীরেদের বিছানার নিচ থেকে থরে থরে টাকার হদিশ’ কটাক্ষ শুভেন্দুর