সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: গার্ডেনরিচের (Gardenreach) অ্যাপ-প্রতারণা (App Fraud) কাণ্ডে এবার বিদেশ-যোগ। আদালতে ওই মামলায় দুবাই-যোগের কথা জানালেন সরকারি আইনজীবী।  সল্টলেকে অফিস খুলে আন্তর্জাতিক প্রতারণা চক্র চালাতেন আমির খান। বিদেশে বসেই ভারতীয়দের প্রতারণা করা হতো বলে অভিযোগ। গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল। তারপরেই তদন্তের সূত্র ধরে সামনে এসেছিল অ্যাপ প্রতারণা কাণ্ড।


তদন্ত এগোতেই আরও রহস্যের খোঁজ:
গার্ডেনরিচের বাড়িতে টাকা উদ্ধার ও অ্যাপ প্রতারণা কাণ্ডে উত্তরপ্রদেশ (Uttarpradesh) থেকে গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্তকে। তারপর যত তদন্ত এগিয়েছে, ততই খুলেছে রহস্যের নতুন পরত। আদালতে প্রথমবার সরকারি আইনজীবী জানালেন অ্যাপ প্রতারণা নিয়ন্ত্রণ করা হতো দুবাই থেকে। গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতার আমির খানের সঙ্গে বিদেশের যোগাযোগের কথা আগেই উঠে এসেছিল। তবে এই প্রথমবার আদালতে তাঁর দুবাই-যোগের কথা জানালেন সরকারি আইনজীবী।


কবে কী হয়েছে?
চলতি বছরের ১০ সেপ্টেম্বর, গার্ডেনরিচে আমির খানের (Amir khan) বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লক্ষ উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তারপরে ২৩ সেপ্টেম্বর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে মোবাইল গেমিং অ্যাপ প্রতারণা চক্রের মূল পাণ্ডা আমিরকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। শুক্রবার ফের তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল।


আদালতে দাবি:
সেখানে সরকারি আইনজীবী (Lawyer) দাবি করেন, আন্তর্জাতিক প্রতারণাচক্র চালাতেন আমির। দুবাই থেকে এই চক্র চালানো হতো। রোবোটিক সিস্টেমের মাধ্যমে সেখান থেকেই চালানো হতো সল্টলেকের অফিস। বিদেশে বসেই ভারতীয়দের প্রতারণা করা হতো। এখানেই শেষ নয়। সরকারি আইনজীবী আরও জানান, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সমস্ত টাকা পাচার করা হতো।


২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট (Park Street) থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে, তদন্তে নেমেছিল ইডি (ED)। আমিরের গার্ডেনরিচের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি টাকা। সম্প্রতি আমিরের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায়, ৫০ হাজার টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেছেন  e-nuggets app-এ প্রতারিত এক ব্যক্তি। এখনও পর্যন্ত ওই মামলায় মোট সাতজনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। আগের মামলায় আমিরকে ২১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আর নতুন মামলায় একই দিন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।


আরও পড়ুন: ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত অয়নের, কে করেছে জানাল পুলিশ