পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: যুবক খুনের ঘটনায় ধুন্ধুমারকাণ্ড খাস কলকাতার বুকে। হরিদেবপুরের (Haridevpur) যুবকের দেহ উদ্ধার হয় মগরাহাটে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহত অয়নে মণ্ডলের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে বান্ধবীর ভাই। আঘাতের জেরে মৃত্যু, জানাল পুলিশ। খুনে জড়িত সন্দেহে গ্রেফতার বান্ধবী, বান্ধবীর ভাই ও বান্ধবীর মা। হরিদেবপুরের যুবকের দেহ উদ্ধার হয় মগরাহাটে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।


যুবক খুনের ঘটনায় ধুন্ধুমার: নিহতের নাম অয়ন মণ্ডল। পেশায় অ্যাপ নির্ভর বাইক চালক ছিলেন তিনি। দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়ে আর ফেরেননি। মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে। যুবক খুনে গ্রেফতার করা হল তাঁরই বান্ধবীকে। এরইসঙ্গে পুলিশের জালে খুনে অভিযুক্ত বান্ধবীর মা ও বান্ধবীর ভাই’ও। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে থানায় বিক্ষোভ দেখালেন মৃতের পরিজনরা। অবরোধ করা হল রাস্তা। ভাঙচুর করা হল মৃতের বান্ধবীর বাড়িতে। ২১ বছরের তরতাজা যুবকের খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবেশীরা। 


কলকাতা পুলিশের ডিসি (সাউথ-ওয়েস্ট) সৌম্য রায় বলেন, “গতকাল ২টো নাগাদ অয়নের বাবা রিপোর্ট করেন মিসিং, শেষ যার সঙ্গে দেখা গেছে তারও কথাও বলেন, বান্ধবীকেও ডাকা হয়। তাঁর অভিযোগ, অয়ন তাঁকে মারধর করে বাড়ি থেকে চলে যায়। সে না কি অয়নের বাবাকে জানিয়েছিল। সন্ধে নাগাদ নেপালগঞ্জে লোকেশন পাওয়া গেছিল। সেখানে অফিসার গেছে। খুনের কেস। ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এখনও পর্যন্ত তদন্ত - এটা ঠিক যে ছেলেটিকে শেষ দেখা গেছে বান্ধবীর সঙ্গে।’’


পরিবারের দাবি, বুধবার দশমীতে বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন অয়ন। তারপর কাছেই বান্ধবীর বাড়িতে যান তিনি। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। ছেলে ফিরে না আসায়, বৃহস্পতিবার দুপুরে হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।  একদিন পেরিয়ে গেলেও ছেলের হদিশ না মেলায়, শুক্রবার লালবাজারে যান মৃতের বাড়ির লোকজন। তারপর সেখান থেকে জানানো হয়, দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে।  পরিবারের লোক নিশ্চিত করেন, উদ্ধার হওয়া মৃতদেহ তাঁদের বাড়ির ছেলেরই।


আরও পড়ুন: Haridevpur Update: হরিদেবপুরে যুবক খুনে ধুন্ধুমার, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু পুলিশের