রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: বুধবার বিকেল পাঁচটা দশ মিনিট নাগাদ নরেন্দ্রপুর থানার লস্করপুর রামকৃষ্ণ নগর এলাকায় চাঞ্চল্যকর ছিনতাই। আত্মীয়র বাড়ি যাওয়ার পথে প্রবীণ মহিলা সুমিতা রায়ের গলায় থাকা সোনার চেন টেনে নিয়ে যায় দুই দুষ্কৃতী। 

হেলমেটহীন বাইক আরোহীরা শুধু ছিনতাই নয়, এমনভাবে চেইন টেনে নিয়েছে গুরুতরভাবে চোট পেয়েছেন তিনি। চিৎকার শুনে মানুষ জড়ো হলেও, মুহূর্তে উধাও দুষ্কৃতীরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিকেলবেলায় রামকৃষ্ণ নগর এলাকায় এক প্রবীণ মহিলার গলায় থাকা সোনার চেইন ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। অভিযোগ, সুমিতা রায় আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন, ঠিক তখনই বাইকে চেপে এসে আচমকা তাঁর গলায় থাকা চেইন টান মেরে নিয়ে যায় অভিযুক্তরা। এর জেরে গলায় ও মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এলেও, ততক্ষণে দুষ্কৃতীরা পালায়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। আশেপাশে সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনায় চরম আতঙ্কে কাঁপছেন মহিলা। তাঁর কথায়, “টিভি-সংবাদে দেখেছি, কিন্তু দিনের আলোয় নিজের সঙ্গে এমন হবে, ভাবিনি।” পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে, যদিও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।