হিমাচল প্রদেশ: মানালির আইকনিক রেস্তোরাঁ ‘শের-ই-পঞ্জাব’ (Sher-E-Punjab) বিপর্যস্ত। বহু পর্যটক ও স্থানীয়দের কাছে এই রেস্তোরাঁ একটি ল্যান্ডমার্ক হয়ে উঠেছিল। সাম্প্রতিক হিমাচলের প্রবল বন্যায় ভেসে গিয়েছে গোটা হোটেলটাই। শুধু অক্ষত রয়ে গিয়েছে এই হোটেলের সামনের দরজা ও দেওয়ালটি। ভয়ঙ্কর ভিডিয়ো (Manali Hotel) প্রকাশ্যে। আধিকারিকদের মতে হিমাচল প্রদেশের (Himachal Flood) বেশ কয়েকটি স্থানে প্রবল বর্ষণের ফলে নতুন করে ভূমিধস দেখা গিয়েছে। আর এর সঙ্গে সঙ্গেই দেখা গিয়েছে আকস্মিক বন্যা। দোকানপাট ভেসে গিয়েছে, বাড়ি ধসে পড়েছে, যোগাযোগের জন্য জাতীয় সড়ক, মহাসড়ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বহু জনবসতি এলাকা প্লাবিত হয়েছে।

সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে মানালির শের-ই-পঞ্জাবের সামনের অংশটিকেই কেবলমাত্র অক্ষত হিসেবে দেখা যাচ্ছে। অন্যদিকে বাড়িটির পিছনের পুরো অংশটাই ভেঙে ভেসে গিয়েছে বন্যার স্রোতে। এই রেস্তোরাঁটি ভিয়াস নদীর কাছেই অবস্থিত যা ভারী বৃষ্টিপাতের কারণে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই শের-ই-পঞ্জাব রেস্তোরাঁটি তাদের খাঁটি উত্তর ভারতীয় খাবারের জন্য বিখ্যাত, বহু বছর ধরেই এই হোটেল খ্যাতি অর্জন করেছে। বছরের পর বছর ধরে বলিউডের সেলিব্রিটি, বিখ্যাত ক্রীড়াবিদ সহ অসংখ্য উল্লেখযোগ্য অতিথিকে আকৃষ্ট করেছে। সম্প্রতি ফুড ভ্লগার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে এই হোটেল অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।  

প্রবল বর্ষণ, বন্যা পরিস্থিতি হিমাচলে

পিটিআই সংবাদসংস্থা জানিয়েছে যে হিমাচল প্রদেশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে আর তার দরুণ বন্যা দেখা দিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় আবহাওয়া দফতর গত মঙ্গলবারই কাংড়া, চাম্বা, লাহুল ও স্পিতি জেলার বিচ্ছিন্ন স্থানে তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দিয়েছিল। এছাড়াও উনা, হামিরপুর, বিলাসপুর, সোলান, মাণ্ডি ও কুলু, শিমলাতে তীব্র বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে।

ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ভিয়াস নদীর জলস্তর বেড়ে গিয়েছে, মানালিতে একটি বহুতল হোটেল ও চারটি দোকান ভেসে গিয়েছে। মানালি-লে সহ বেশ কিছু সড়ক বন্ধ হয়ে গিয়েছে কিছু কিছু জায়গায়। গত সোমবার রাতে মান্ডি জেলার বালিচৌকি এলাকায় প্রায় ৪০টি দোকানসহ একটি পুরো অ্যাপার্টমেন্ট ধসে পড়ে। ঘটনা বেগতিক দেখে পুরো বাড়ি খালি করে দেওয়ায় কোনও হতাহতের খবর মেলেনি। টানা বৃষ্টির কারণে কয়েকটি জেলায় স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা হয়েছে।