রঞ্জিত হালদার, গড়িয়া: তৃণমূল নেতা হোক বা কাউন্সিলর তাদের দাদাগিরি বা দুর্নীতির অভিযোগ লিখিতভাবে জানাতে পারেন এই বাক্সে। এমনকি এলাকার উন্নয়ন নিয়ে কোন দাবি থাকলে তাও জানাতে পারেন। এক কথায় আপনার কোন সমস্যা থাকলে দ্বারস্থ হতে পারেন বিধায়কের। নাম পরিচয় সমস্ত কিছু গোপন রাখার আশ্বাস বিধায়কের। মানুষের আরও কাছে পৌঁছাতে এমনই অভিনব উদ্যোগ নিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম।
সোনারপুর উত্তর বিধানসভার কেন্দ্রের অন্তর্গত অত্যন্ত জনবহুল গড়িয়া স্টেশন এলাকায় রাখা হয়েছে এই বাক্স। এই বাক্সের চাবি ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে বিধায়ককে। তিনি নিজেই এই বাক্সের চাবি খুলবেন, যে সমস্ত অভিযোগ জমা পড়বে তা খতিয়ে দেখবেন। দলের নেতা কর্মী কাউন্সিলরদের বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়লে তার দলীয় নেতৃত্ব কে জানানো হবে বলে জানান বিধায়ক।
অভিযোগকারীর নাম পরিচয় গোপন রাখার ও আশ্বাস দিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই অভিযোগ বাক্সে অভিযোগ জমা করতে শুরু করেছে। বিধায়কের এই ধরনের উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও। তাদের বক্তব্য এই বাক্সে তারা গোপনে তাদের বিভিন্ন বিষয়ে তারা বিধায়ককে জানাতে পারবেন।
আরও পড়ুন, রাতের কলকাতায় বেপরোয়া গতির তাণ্ডব, পুলিশ সার্জেন্টকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা
বিষয়টিকে কটাক্ষ করেছেন বিরোধীরা। বিজেপি নেতা ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ফিরদৌসী বেগমের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হয়েছিলেন যিনি সেই রঞ্জন বৈদ্য কটাক্ষ করে বলেন এর আগে মুখ্যমন্ত্রী কে বল এবং এক ডাকে অভিষেক চালু করা হয়েছিল। তারপরেও দুর্নীতি বেড়েছিল। দুর্নীতির দায়ে রাজ্যের একাধিক মন্ত্রী জেলে।
তার অভিযোগ পঞ্চায়েত এবং প্রতিটি ওয়ার্ডে ব্যাপক দুর্নীতি হচ্ছে এই বিধানসভা এলাকায়। সেই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে বিধায়ক কোন স্টেপ নেননি বলে তার পাল্টা অভিযোগ। তার বক্তব্য মানুষের থেকে তৃণমূল বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তা চাপা দিতেই এই সমস্ত ব্যবস্থা বলে কটাক্ষ করেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে