সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: রাতের কলকাতায় এক ভয়ঙ্কর কাণ্ড। শহরের সুরক্ষার খাতিরে গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগনাল, এমনকী এলাকাতে নাকা তল্লাশি চালায় পুলিশ। সেই কাজ করতে গিয়েই প্রাণহানির মুখে পড়লেন আইনের রক্ষকরাই।
রাতের শহরে ফের বেপরোয়া গতির তাণ্ডব। বুধবার রাতে ক্যামাক স্ট্রিট ও মিডলটন স্ট্রিটের সংযোগস্থলে নাকা তল্লাশি চলাকালীন পালাতে গিয়ে ৩ পুলিশকর্মীকে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। কয়েকজন পথচারীও আহত হন।
ঠিক কী ঘটেছে?
রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। পরে গাড়ি আটক করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ, গ্রেফতার করা হয় চালককে। চালক ছাড়াও গাড়িতে একজন সওয়ারি ছিলেন। গাড়ির ধাক্কায় আহত ৩ জনের মধ্যে ২ জন হোমগার্ড ও একজন সাউথ ট্রাফিক গার্ডের সার্জেন্ট। পুলিশ সূত্রে খবর, প্রথমে অ্যালেন পার্কের কাছে গাড়ি আটকালে দ্রুত গতিতে চালিয়ে বেরিয়ে যান চালক। পরের সিগন্যালে গাড়ি আটকালে ৩ জনকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন। থিয়েটার রোডের সিগন্যাল লাল করে দিলে ফুটপাতে উঠে যায় গাড়ি। আহত হন কয়েকজন পথচারী।
কিছুদিন আগেই রাতের শহরে বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছিলেন এক বাইক চালক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ২টো নাগাদ বিডন স্ট্রিটে মিনার্ভা থিয়েটারের সামনে দুর্ঘটনা ঘটে। প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়া গতিতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিক থেকে বিডন স্ট্রিটের দিকে যাওয়ার সময়, গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে চালক-সহ চারজন ছিলেন। সকলেই মত্ত অবস্থায় ছিলেন বলে স্থানীয়দের দাবি। গাড়ির চালক পলাতক।
আরও পড়ুন, প্রকৃতির রোষানলে বদ্রীনাথ, ভয়াবহ ধস, উত্তাল নদীগ্রাসে গ্রাম, প্রাণহানির চরম আশঙ্কা
এর আগে নিউটাউনে নজরুল তীর্থের সামনে গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। সেক্টর ফাইভের দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি চারচাকা গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয়দের দাবি, গাড়িতে চালক ছাড়াও আরও একজন ছিলেন। দু’জনেই গুরুতর আহত হন। নিউটাউন থানার পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গাড়ির আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না, খতিয়ে দেখে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে