হিন্দোল দে, কলকাতা: তোলাবাজি, অসামাজিক কার্যকলাপের (Antisocial activity) অভিযোগে গড়িয়াহাটে পুরসভার বাজার (Gariahat Market) বন্ধ রাখলেন ব্যবসায়ীরা।  তাঁদের দাবি, এ নিয়ে একাধিকবার পুরসভাকে (Kolkata Municipal Corporation) জানিয়েও লাভ হয়নি। যদিও স্থানীয় কাউন্সিলরের দাবি, তাঁকে কেউ এ নিয়ে লিখিত অভিযাগ জানাননি।


বাজার বন্ধ (Market Close) রেখে প্রতিবাদ। তোলাবাজি, মদের আসর বসানো সহ একাধিক অভিযোগ গড়িয়াহাটের পুরসভার বাজারের ব্যবসায়ীদের। সেই অভিযোগেই প্রতিবাদে সামিল হলেন তাঁরা। সোমবার বন্ধ রাখলেন বাজার।  বন্ধ ছিল মাছ, সবজি বাজার থেকে শুরু করে বিভিন্ন দোকানপাটও। এবিষয়ে গড়িয়াহাট পুর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক শ্যামাকান্ত দে বলেন, “তোলাবাজি হচ্ছে, , অসামাজিক কাজ হচ্ছে হচ্ছে। পুরসভাকে জানিয়েও লাভ হয়নি।  সমস্যা না মিটলে আগামীদিনেও একই পদক্ষেপ করব।‘’ গড়িয়াহাট পুর বাজার এলাকার ব্যবসায়ী জানান, “পরশুদিন এসে ৫ কিলো মাংস চায় কয়েকজন।‘’


কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডে এই বাজার।  স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি  তিনি কিছু জানেন না। তাঁর কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ থাকলে ব্যবসায়ীরা পুলিশকে জানান।  পুরসভার বাজার যখন, তখন পুরসভাকে জানান।


এদিকে রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের (Corona Restriction) মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল। তবে বেশ কিছুক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (CM Mamata Bandyopadhyay) নবান্নে এ ব্যাপারে ঘোষণা করেছেন।  তিনি জানিয়েছেন, ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল। 


সুইমিং পুলেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, খুলছে পর্যটন কেন্দ্রও। রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। রাস্তার মিটিং মিছিলে সর্বাধিক ২০০ জনের বিধিনিষেধ জারি থাকবে। অডিটোরিয়াম, রেস্তোরাঁ, পানশালায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। সিনেমা হলেও ৭৫ শতাংশ পর্যন্ত দর্শকে ছাড় দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন: North Dinajpur News: পাড়ায় শিক্ষালয়ের আগেই খোলা জায়গায় ক্লাস নেওয়া শুরু রায়গঞ্জে