কলকাতা: 'দেবের আপ্ত সহায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথেষ্ট প্রমাণ নেই', চাকরির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে হাইকোর্টে জানাল সিবিআই। কথোপকথনের অডিও ক্লিপ খতিয়ে দেখে রিপোর্ট দিল সিবিআই। 'অভিযোগের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ নেই, প্রমাণ এলে তদন্ত হবে', অডিও ক্লিপ খতিয়ে দেখে হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট। হাইকোর্টে সিবিআই-রিপোর্ট নিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের মুখে কুলুপ।
এদিন হাইকোর্টে সিবিআই-রিপোর্ট জমা পড়তেই আজ প্রতিক্রিয়া দিলেন দেব। সবার মুখে রাশ টেনে, এতদিন ধরে চলে আসা অভিযোগে জল ঢেলে তিনি বলেন, তিন মাস ধরে যেই দোষটা আমার উপর জোর করে চাপানো হয়েছে,আমি নাকি এসবের মধ্যে জড়িত আছি, আমি নাকি চাকরি দিয়েছি, আমি নাকি টাকা তুলেছি ! তবে সিবিআই জানিয়েছে যথেষ্ট প্রমাণ নেই। আমি তো এর বিরুদ্ধে মামলাও করেছি। এই অডিওটাই ফেক। আমি প্রথম থেকেই বলেছি। আমি এটাই বলব, যারা পাশে ছিলেন, যারা জানেন যে দেব কিছু করেনি, আজকে তাঁদের সম্মান বাড়ল।' হাইকোর্ট ও তদন্তকারী সংস্থাকেও ধন্যবাদ জানিয়েছেন দেব।
আরও পড়ুন, বাইরে থেকে দেখলে আমের পেটি, ভিতরে মদের বোতল!
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।