নয়াদিল্লি: বলিউডের প্রথম সারির অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor)। প্রায়ই ছেলের প্রশংসায় পঞ্চমুখ হন তাঁর মা, প্রবীণ অভিনেত্রী নীতু কপূর (Neetu Kapoor)। মা ও ছেলের মধ্যে বন্ধন যে খুব আদুরে, স্নেহের ও ভালবাসার তা বলার অপেক্ষা রাখে না। এমনকী, এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) মজা করে রণবীরকে 'মাম্মাস বয়' বলে ডেকেছিলেন। জানেন কি, রণবীর তাঁর জীবনের প্রথম রোজগার করে পাওয়া টাকার চেক এনে প্রথম মায়ের পায়ে রেখেছিলেন? আজ নীতু কপূরের জন্মদিনে জানা যাক সেই গল্প...


প্রথম আয় 'নিবেদন' করেছিলেন মা-কে, রণবীরের কীর্তিতে কী প্রতিক্রিয়া ছিল নীতু কপূরের?


অভিনয় জগতে পা রাখার আগে রণবীর কপূর সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন। নিজেদের পারিবারিক প্রযোজনা সংস্থা 'আর কে ব্যানার'-এর অধীনে কাজ শুরু করেন তিনি। পরবর্তীকালে সঞ্জয় লীলা ভনশালীর পরিচালনায় 'ব্ল্যাক' ছবির সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন রণবীর। 


Mashable India-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা রণবীর কপূর নিজেই জানিয়েছিলেন, 'আমার প্রথম পাওয়া বেতন ছিল ২৫০ টাকার যা আমি 'প্রেম গ্রন্থ' ছবিতে সহকারী হিসেবে কাজ করে পেয়েছিলাম। ভাল ছেলের মতো, আমি সেটা নিয়ে মায়ের ঘরে যাই এবং ওঁর পায়ের কাছে রেখে দিই। সেটার দিকে তাই মা কাঁদতে শুরু করে দেন। ব্যাপারটা সেই ফিল্মি মুহূর্তগুলোর মতো যেটা আমি বাড়িতে পারফর্ম করেছিলাম।'


ফিল্মি পরিবারে জন্ম। ফলে ফিল্মের সেটে অনেক ছোট থেকেই আনাগোনা রণবীরের। অক্ষয় খান্না, ঐশ্বর্যা রাই বচ্চন অভিনীত 'আ অব লৌট চলে' ছবির সেটে প্রায়ই যেতেন তিনি। ঐশ্বর্যা একবার স্মৃতির পথ হেঁটে গল্প করেন, যে গোটা কপূর পরিবার, বিশেষত রণবীরের ঠাকুমা অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত হয়েছিলেন, যখন এসএসসি পরীক্ষায় রণবীর মাত্র ৫৪ শতাংশ নম্বর পেয়েছিলেন। 


আরও পড়ুন: Swastika Mukherjee: প্রশংসিত 'বিজয়া', তবুও কেন 'মন কেমন করছে' স্বস্তিকার? বলছেন, 'মায়েরা একইরকম...'


প্রসঙ্গত, আজ নীতু কপূরের জন্মদিন। আপাতত তিনি সুইৎজারল্যান্ডে মেয়ে ঋদ্ধিমা কপূর সাহানি ও তাঁর স্বামী ভরতের সঙ্গে সময় কাটাচ্ছেন। কাজের ক্ষেত্রে নীতু কপূরকে শেষ দেখা গিয়েছিল 'যুগ যুগ জিও' ছবিতে, অনিল কপূর, বরুণ ধবন ও কিয়ারা আডবাণীর সঙ্গে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।