সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : আর জি কর কাণ্ড নিয়ে দিকে দিকে প্রতিবাদ চলছে। বিচারের দাবিতে উত্তাল রাজ্য । চলছে জুনিয়র ডাক্তারদের অনশন, নাগরিক সমাজের প্রতিবাদ, সাধারণ মানুষের রাচ দখল থেকে ভোর দখল। এরই মাঝে খাস কলকাতায় চলন্ত ট্রেনে তরুণীকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হল। পার্কসার্কাস থেকে শিয়ালদাদামী একটি ট্রেনে গা শিউরে ওঠা অভিজ্ঞতা।
বন্ধুর সঙ্গে ট্রেনে উঠেছিলেন ওই যুবতী। অভিযোগ, পার্ক সার্কাস থেকে একদল যুবক ট্রেনে ওঠেন। উঠেই মহিলাকে দেখে কটূক্তি করে। হুমকি দেওয়া হয়, 'সব অ্যাঙ্গেল থেকে ছবি তুলে ভাইরাল করে দেব।' তারপরই মোবাইল ফোনের ক্য়ামেরায় ছবি তোলা শুরু করে তারা। অভিযোগকারিণীর দাবি, তিনি বন্ধুকে নিয়ে ঢাকুরিয়া থেকে শিয়ালদাগামী লোকালে ওঠেন । ট্রেনে বন্ধুর কাঁধে মাথা রাখায়, অভিযুক্তরা কটূক্তি করে এবং ছবি তুলে ভাইরাল করে দেওয়ারও হুমকি দেয়। তখনই প্রতিবাদ করেন তিনি। বচসা চলাকালীন শিয়ালদায় নেমে এক অভিযুক্তকে চড় মারেন তরুণী। পাল্টা তাঁর বন্ধুকে প্ল্যাটফর্মে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। থাপ্পড়ও কষান এক অভিযুক্তের গালে। তাতে তার দিকে তেড়ে আসে তারা। বাধা দিতে গেলে তরুণীর বন্ধুকে প্ল্যাটফর্মে ফেলে মারধর শুরু করে তারা। 'ভুল মানুষের গায়ে হাত তুললি' বলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। কিন্তু আশ্চর্যজনক ভাবে ট্রেনের সহযাত্রীরা কোনও প্রতিবাদই করেননি এই ঘটনার।
ভয়াবহতার এখানেই শেষে নয়। শিয়ালদা স্টেশনে নেমেও চলে মারধর। তাতে পুলিশ এগিয়ে এসে ওই যুবকদের পাকড়াও করলেও,যুবতীর অভিযোগ, এক উর্দিধারী উল্টে অভিযোগকারিনী ও তাঁর সঙ্গীকেই ধমক দেন। বলেন 'এটা মারপিট করার জায়গা নয়, লক আপে ঢুকিয়ে দেব'। শুধু তাই নয় অভিযোগকারিণীর বাবার অভিযোগ, অভিযুক্তদের মদত দেওয়া হচ্ছিল অভিযোগকারিণীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকী তাঁকেও লক আপে পোরার হুমকি দেওয়া দেয় রেল পুলিশ।
রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখার লোকালে এই ঘটনা ঘটে। মারধরের ঘটনা ঘটে ২১ নম্বর প্ল্যাটফর্মে। শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে শিয়ালদা GRP। CC ক্যামেরার ফুটেজে দুর্ব্যবহারের প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন শিয়ালদা SRP।
শিয়ালদা GRP সূত্রে খবর, গতকাল ট্রেনে ওই যুগলের ছবি তোলেন এক যুবক। এই নিয়ে ওই যুবক ও তাঁর সঙ্গীদের সঙ্গে
যুগলের বচসা ও ধস্তাধস্তি হয়। শিয়ালদা স্টেশনে নেমে দু’পক্ষই GRP-তে যায়। এরপর তরুণীর বাবা এসে অভিযোগ দায়ের করেন।তার ভিত্তিতেই গ্রেফতার হয় ৩ অভিযুক্ত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন:
লন্ডভন্ড হতে পারে উপকূল! ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় 'ডানা', কেন এই নাম? কী অর্থ?