সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: সোনা (gold) পাচারের (smuggle) চেষ্টার অভিযোগে ভারত-বাংলাদেশ সীমান্ত (india bangladesh border) লাগোয়া গোয়ালপোখর থানা এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করল বিএসএফ (BSF)। উদ্ধার হয়েছে ১৪টি সোনার বিস্কুট যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা। সূত্রের খবর, আটক ব্যক্তিকে সোমবার রাতেই ইসলামপুর কাস্টমসের (customs) হাতে তুলে দেন বিএসএফ আধিকারিকরা।


কী ঘটেছিল?
উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া আমবাড়ি-ডাঙ্গিপাড়া এলাকা। সেখানেই ঘটনাটি ঘটে বলে বিএসএফ সূত্রে খবর। আটক ব্যক্তির নাম হরষিত বিশ্বাস। পরে ইসলামপুর কাস্টমস অফিসার শ্যামল কুমার বর্ধন জানান, বিএসএফ ১৬.৩২ গ্রাম সোনার বিস্কুট তাদের হাতে তুলে দিয়েছে। হরষিতকেও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি। সূত্রের খবর. পাচারের চেষ্টায় জড়িত সন্দেহে যাকে আটক করা হয়েছিল তার বাড়ি  গোয়ালপোখর থানার ডাঙ্গিপাড়া এলাকাতেই। হরষিত ওই সোনার বিস্কুটগুলি সম্ভবত অন্য কারও হাতে তুলে দিতে যাচ্ছিল। সে সময়ই বিএসএফের হাতে ধরা পড়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, সীমান্তবর্তী এলাকা দিয়ে সোনা পাচারের চেষ্টা আগেও একাধিক বার বানচাল করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী।


আগেও বানচাল ছক...
গত জুলাইয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময়ে উদ্ধার হয়েছিল সাড়ে ৪১ কেজি সোনা! বনগাঁর গুনারমাঠ থেকে ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছিল বিএসএফ। ইছামতীতে নৌকা করে পাচারের সময় উদ্ধার হয় আনুমানিক ২১ কোটি টাকার সোনা। বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় সোনা পাচারকারীরা। তবে তাদের নৌকা থেকে উদ্ধার হয়েছিল ৩২১টি সোনার বিস্কুট, ৪টি সোনার বার, ১টি সোনার কয়েন। সেপ্টেম্বর মাসেও সোনা পাচারের চেষ্টা বানচাল করে দেয় সীমান্তরক্ষী বাহিনী। সে বার বাগদায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া মামাভাগ্নে গ্রামে নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালায় নির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছিলেন ৬৮ ব্যাটালিয়নের জওয়ানরা। স্থানীয় এক নাগরিক একটি বালতি (বেগুন এবং ওষুধের একটি প্লাস্টিকের বোতল) নিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে এসেছিল। গেট ম্যানেজমেন্ট ডিউটিতে নিয়োজিত বিএসএফ জওয়ানরা তাঁকে তল্লাশির জন্য থামায়। বিএসএফ সদস্যরা যখন বালতি ও প্লাস্টিকের বোতল তল্লাশি করছিল, ধরা পড়ার আশঙ্কা বুঝতে পেরে চম্পট দেয় সন্দেহভাজন। তল্লাশির সময় একটি প্লাস্টিকের ওষুধের বোতলের ভিতরে লুকিয়ে রাখা ২১ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়, যে সোনার বিস্কুটের মোট ওজন ২.৪৫০ কেজি, যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে সীমান্তঘেঁষা এলাকায়। 


আরও পড়ুন:'দিদি ওনার সঙ্গে নেই, কারণ, উনি টাকাপয়সার ভাগ দেননি', পার্থ ইস্যুতে বিস্ফোরক দিলীপ