বাচ্চু দাস, দার্জিলিং: ফের সোনাপাচারকাণ্ডে পর্দাফাঁস।মায়ানমার থেকে কলকাতায় (Kolkata) পাচারের আগেই  শিলিগুড়ির (Siliguri)  কাছে পানকৌরি টোল প্লাজায় ধরা পরল ১৪ কেজি সোনা। যার বাজার মূল্য ৮ কোটি ৬১ লক্ষ ৪৬ হাজার টাকা। আটক ২। একজন পুরুষ একজন মহিলা।


গোপন সূত্রের খবরের ভিত্তিতে, শুক্রবার রাত ন'টা নাগাদ  অভিযান চালিয়ে ফের বিপুল সোনা উদ্ধার করল রাজস্ব গোয়েন্দা দপ্তর। ১৩ টি ভাগে নিজস্ব চারচাকা গাড়িতে আলাদা বাক্স বানিয়ে রাখা হয়েছিল এই সোনা। ধৃত দুজনেই মিজোরামের বাসিন্দা। আজ আদালতে ধৃতদের তোলা হয়েছে।  মূলত বেল্টের মাঝে, ট্যাবলেট বানিয়ে, পেনের রিফিলে নানা মূল্যবান জিনিস লুকিয়ে আন্তর্জাতিক বাজার থেকে চোরাপাচার করতে গিয়ে সীমান্তে এবং বিমানবন্দরে একাধিকবার ধরা পড়ার ঘটনা ঘটেছে। কিন্তু সেগুলি সবই লোকচক্ষুর আড়াল করলেও কাস্টমের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয়নি।  গতবছর রেলপুলিশের কাছেও ধরা পড়েছিল বিপুল অঙ্কের সোনা।


সাল ২০২২। জুলাই মাস। হাওড়া স্টেশন থেকে আড়াই কোটি টাকার বেশি অর্থ মূল্যের সোনা উদ্ধার করেছিল সেবার পুলিশ। আটক করা হয়েছিল এক রেলযাত্রীকে। রেল পুলিশ সূত্রে খবর আসে,  ললিত কুমার নামে ওই ব্যক্তি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা। আরপিএফ এর পক্ষ থেকে সমস্ত সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল। রেলপুলিশ সূত্রে খবর এসেছিল,  ডাউন শ্রী সত্য প্রশান্তি নিলায়ম হাওড়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে পৌঁছতেই ট্রলি ব্যাগে নিয়ে এক যাত্রী সন্দেহজনক ভাবে প্লাটফর্ম দিয়ে বেরোনোর চেষ্টা করছিলেন। তাকে হাতেনাতে ধরে ফেলেন সেবার আরপিএফ জওয়ানরা। 


আরও পড়ুন, 'একই লোক করছে' ! 'অশান্তি' ইস্যুতে কার কথা বললেন দিলীপ ?


ধৃতের ব্যাগ তল্লাশি করে ৫ কিলো ১৩৫ গ্রাম সোনা উদ্ধার করেছিল আরপিএফ জওয়ানরা। যার বাজার মূল্য ২ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা। এছাড়াও তার কাছ থেকে নগদ ৪৭,০০০ টাকা উদ্ধার হয়েছিল। বছর ৫৭-র ললিত কুমার নামে ওই ব্যক্তি সোনার কোনও প্রমাণপত্র দাখিল করতে না পারায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল আরপিএফ এর আধিকারিকরা।আরপিএফ সূত্রে খবর ললিত কুমার নামে ওই ব্যক্তি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বাসিন্দা। তার কলকাতাতেও সোনার দোকান আছে। উড়িষ্যার ভুবনেশ্বরের দুই বড় সোনার দোকানের মালিকের কাছ থেকে সোনার অর্ডার পেয়ে দক্ষিণ ভারত থেকে সোনা নিয়ে ভুবনেশ্বরে যান। কিন্তু দুই দোকানদার অর্ডার বাতিল করে দিয়েছিলেন। ফলে সে সোনা নিয়ে কলকাতায় ফেরার পথে হাওড়া স্টেশনে ধরা পড়েন।