রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: গোশালা মোড় থেকে কয়েক লক্ষ (lakhs) টাকার সোনা (gold) উদ্ধার ঘিরে চা়্ঞ্চল্য় জলপাইগুড়িতে (jalpaiguri)। সূত্রের খবর, ১৪টি সোনার (gold biscuit) বিস্কুট উদ্ধার হয়েছে। ২ জনকে গ্রেফতারও (arrest) করেছে কোতোয়ালি থানার পুুলিশ।
কী অভিযোগ?
পুলিশের দাবি, বিষয়টি সম্পর্কে গোপন সূত্রে খবর পেয়েছিল তারা। জানা গিয়েছিল, দুই যুবক ধূপগুড়ি বাসস্ট্যান্ড থেকে একটি গাড়িভাড়া করে শিলিগুড়ির দিকে যাচ্ছেন। কিন্তু পরে চালককে বলে কলকাতায় যাবে। গাড়ির চালক রাজি হননি। তখন ওই দুজন ৩০ হাজার টাকা প্রস্তাব দেয়। তাতেই সন্দেহ বাড়ে চালকের। তখনই গাড়ি থেকে নেমে জলপাইগুড়ি পুলিশকে বিষয়টি জানান ওই চালকই। গোশালা মোড় আসতেই পুলিশ গাড়িটিকে আটক করে। তল্লাশি চালিয়ে ১৪টি সোনার বিস্কুট উদ্ধার হয়। কিন্তু কোথা থেকে এই সোনা আনা হচ্ছিল, কোথায়ই বা পাচার হচ্ছিল তার তদন্ত চলছে।
সোনা উদ্ধার রাজ্যের নানা প্রান্তে...
রাজ্যের নানা প্রান্তে আগেও সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে। যেমন গত অক্টোবরেই সোনারপুরে প্রচুর পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়। সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় ৮০০ গ্রাম সোনা উদ্ধার করা গিয়েছে। যার বাজার মূল্য বিপুল। ধরা পড়েন এক স্বর্ণ ব্যবসায়ী। পুলিশ ধৃত ওই ব্যবসায়ীর পাটুলির সোনার দোকান ও সোনারপুরের মালঞ্চ এলাকার বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকেই এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। জানা গিয়েছিল, এগুলি সমস্ত চোরাই সোনা। ধৃতের নাম বঙ্কিম কর্মকার। অন্য দিকে, একই দিনে খাস কলকাতার অনতিদূরে টাকার পাহাড় উদ্ধার হয় এক ট্রেনযাত্রী যুবকের কাছ থেকে। ছিমছাম পোশাক। চেহারাও সাধারণ। হাতে বড় ব্যাগ। লোকাল ট্রেনে সওয়ার হয়েছিল টিটাগড়ের বাসিন্দা অভিষেক। মঙ্গলবার বিকেলে সেই সময়ই ট্রেনে চেকিং করছিল নৈহাটি জিআরপি। যুবকের আচরণই তাকে ধরিয়ে দেয়। উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি টাকা। যা হাতে গোনা মুশকিল ! অঙ্কটা আকাশ ছোঁয়া। শেষ পাওয়া খবর অনুসারে টিটাগড়ের বাসিন্দা ওই যুবকের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৬১ লক্ষ টাকা উদ্ধার হয় বলে নৈহাটি জিআরপি সূত্রে খবর। রাতে ঘটনাস্থলে যান আয়কর দফতর ও দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। সকালে আনা হয় টাকা গোনার যন্ত্র। ওই টাকা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা শুরু করে পুলিশ।
আরও পড়ুন:হাসপাতালে রণবীর-আলিয়া, কখন ভূমিষ্ঠ হচ্ছে সন্তান? অপেক্ষার প্রহর গোনা শুরু