সোমনাথ মিত্র, তারকেশ্বর: কিছুদিন আগে আরামবাগ থেকে কলকাতার ধর্মতলায় যাওয়ার সময় চলন্ত সরকারি বাসের সামনের চাকা খুলে চলে গিয়েছিল জলে। সেই সময় বাসের চালকের উপস্থিত বুদ্ধির জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিলেন ওই বাসে থাকা যাত্রীরা। আর এবার অটোর সঙ্গে ধাক্কার জেরে রাস্তা থেকে ধান ক্ষেতে গিয়ে উল্টে পড়ল দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার (SBSTC Bus) একটি বাস। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে হুগলি জেলার তারকেশ্বরের (Tarakeswar) পিয়াসারা এলাকার অহল্যা বাই রোডে। এই দুর্ঘটনায় প্রায় ১০ জন যাত্রী জখম হয়েছেন বলে জানা গেছে। 


স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কলকাতার ধর্মতলা থেকে আরামবাগের দিকে যাচ্ছিল দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার একটি বাস। যাত্রী ছিল প্রায় ৫০ জনের মতো। তারকেশ্বরের পিয়াসারা এলাকায় একটি অটো স্থানীয় রাস্তা থেকে হঠাৎ অহল্যা বাই রোডে উঠে পড়ে। আর ঠিক সেই সময় সরকারি বাসটি ওইখান দিয়ে যাচ্ছিল। ‌ফলে ওই সরকারি বাসের সঙ্গে অটোটির ধাক্কা হয়। আচমকা এই দুর্ঘটনার জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ধান ক্ষেতে উলটে যায়। এই দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয়রা সেখানে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার পুলিশও। তারপর সবাই মিলে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধারে হাত লাগায়। দুর্ঘটনার ফলে বাস ও অটোর মধ্যে থাকা প্রায় ১০ জনের কমবেশি চোট আঘাত লাগে। তাঁদের স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। তবে অটো চালকের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে ভর্তি রাখা হয়েছে।


এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শেখ আবদুল জানান, বাসটি কলকাতা থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। সেই সময় স্থানীয় একটি অটো যাত্রী নিয়ে রাস্তায় ওঠে। এরপরই অটোর সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধান ক্ষেতে উলটে যায়। 


আরও একজন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী শেখ মুজাম আলি জানান, সরকারি বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ১০ জনের চোট আঘাত লাগে‌। একজন মহিলা অজ্ঞানও হয়ে যান।  সবাইকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি নাসিংহোমে পাঠানো হয়েছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Islampur News: যুব তৃণমূলের জেলা সভাপতিকে সপাটে চড় মদ্যপ পুলিশ কর্মীর, উত্তেজনা বহরমপুরে