রাজীব চৌধুরী, বহরমপুর: ফলের দোকানের সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকে (TMC Youth district president) প্রকাশ্যে চড় মারলেন একজন মদ্যপ পুলিশ আধিকারিক। বিষয়টিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে (Islampur News)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুর পাশে একটি ফলের দোকানের কাছে গাড়ি দাঁড় করিয়ে চালককে ফল কিনতে পাঠিয়ে ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ। সেই সময় অভিযুক্ত পুলিশ আধিকারিক এসে ফলের দোকানের সামনে কেন গাড়ি দাঁড়িয়ে রেখেছে তা জানতে চান আসিফ আহমেদের কাছে। বিষয়টি নিয়ে কথাবার্তার মাঝেই আচমকা ওই যুব তৃণমূল নেতাকে উল্টোপাল্টা কথা বলে অপমান করার পাশাপাশি সপাটে গালে একটি চড় মারেন অভিযুক্ত পুলিশ আধিকারিক। বিষয়টির খবর জানাজানি হতেই বিভিন্ন এলাকা থেকে ইসলামপুর বাসস্ট্যান্ডে এসে জমায়েত করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। অবিলম্বে ওই অভিযুক্ত পুলিশ আধিকারিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই দাবি জানানোর পাশাপাশি তাঁর উপযুক্ত শাস্তির দাবি জানাতে থাকে। যার জেরে প্রবল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।
এপ্রসঙ্গে আক্রান্ত ওই যুব তৃণমূল নেতা আসিফ আহমেদ বলেন, "শুক্রবার রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ বাড়ির কাছেই ইসলামপুর নেতাজি মোড় সংলগ্ন এলাকার একটি ফলের দোকানে গাড়ির ড্রাইভারকে নিয়ে ফল কিনতে গেছিলাম। ড্রাইভার গাড়িটিকে রাস্তার একদম ধারে রেখে পাশেই একটি দোকান থেকে ফল কিনছিলেন। সেই সময় ইসলামপুর থানার আধিকারিক বিপ্লব মণ্ডল থানার একটি গাড়ি নিয়ে এসে আমার গাড়িটিকে ওই এলাকা থেকে সরিয়ে নিতে বলেন। আমি তখন ওই পুলিশ আধিকারিককে জানাই যে আমি গাড়ি চালাতে জানি না। ড্রাইভার পাশের দোকানে ফল কিনছেন। উনি এলেই গাড়িটিকে রাস্তার ধার থেকে সরিয়ে নেওয়া হবে। কিন্তু, আমার কোনও কথাই শুনতে চাননি ওই পুলিশ আধিকারিক বিপ্লব মণ্ডল। মদ্যপ অবস্থায় থাকা ওই অফিসার আমার সঙ্গে এই বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু করেন। তারপর আচমকা সকলের সামনেই আমাকে মারধর করেন। পুলিশের গাড়ির ধাক্কায় আমার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।"
পরে এই বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারকে ফোন করে পুরো ঘটনাটি জানিয়েছেন আক্রান্ত ওই যুব তৃণমূল নেতা। তবে ওই আধিকারিকের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি তিনি। এদিকে এপ্রসঙ্গে বহরমপুর পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি বিপ্লব মণ্ডল নামে ওই আধিকারিক মদ্যপ অবস্থায় কর্মরত ছিলেন। এই ঘটনার পরই তাঁকে বহরমপুরে পুলিশ লাইনে ‘ক্লোজ’ করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।