অনির্বাণ বিশ্বাস, কলকাতা: অ্যাপ ক্যাবের ভাড়ার উপর সরকারি নিয়ন্ত্রণ আনতে নতুন ‘অ্যাপ ক্যাব ল’ তৈরির পথে রাজ্য সরকার। পাশাপাশি করোনাকালে রাজ্যবাসীর সুষ্ঠু যাতায়াতের লক্ষ্যে আরও বেশি করে সরকারি ও প্রাইভেট বাস নামানোর উপর জোর দিচ্ছেন পরিবহণমন্ত্রী।


সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 'লোকাল ট্রেন চালু করতে আর একটু সময় নিচ্ছি, কারণ থার্ড ওয়েবটা দেখে নিতে হবে। আরও ১৫ দিন এটা থাকবে, আগাস্টের ৩০ পর্যন্ত।'


রাজ্যে করোনা সংক্রমণকে বাগে আনতে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন। বৃহস্পতিবারই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাস্তাতে বাসের সংখ্যাও কম। এখন অনেকেরই যাতায়াতের অন্যতম ভরসা অ্যাপ ক্যাব। অথচ এই মহামারীকালে, অ্যাপ ক্যাব সংগঠনগুলি ভাড়া বাড়ানোয় নাভিশ্বাস উঠছে সেখানেও।


এই পরিস্থিতিতে রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে নতুন ‘অ্যাপ ক্যাব ল’ আনতে চলেছে সরকার। এর ফলে রাজ্যের অনুমোদন ছাড়া কোন অ্যাপ ক্যাবই নিজেদের ইচ্ছেমতো ভাড়া বাড়াতে পারবে না।


পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমের কথায়, আমরা একটা আইন আনছি। যে আইনে রাজ্যের অনুমোদন ছাড়া কোন অ্যাপ ক্যাব নিজের মতন করে ভাড়া বাড়াতে পারবে না। এখন আইনটা নেই। আমাদের কাছে একটা কমিটি রিকমেন্ডেশন দিয়েছে একটা আইন সংশোধন করতে হবে।   ভাড়া নিয়ে ক্যাব এর উপরে একটা নিয়ন্ত্রণ রাখতে হবে ভাড়া বাড়ানোর বিষয়ে। 


পাশাপাশি, এখন রাস্তায় বেরিয়ে গণপরিবহণের অভাবে সাধারণ মানুষকে যাতে দুর্ভোগে না পড়তে হয় তার জন্য আরও বেশি বাস নামানোর আশ্বাস দিয়েছেন পরিবহণ মন্ত্রী।


ফিরহাদ হাকিম আরও জানান, আরও বেশি করে পথে বাস নামানোর চেষ্টা চলছে। বিভিন্ন জায়গা থেকে বাস নিয়ে এসে আমরা আরো বেশি করে বাস চালানোর চেষ্টা করব যতটা পারবো। বাসে যাতে ভিড় বেশি না হয় সেজন্য বাস বাড়ানো হচ্ছে। প্রাইভেট বাসের সংখ্যাও বাড়ানো হবে। অ্যাপ ক্যাব আইন তৈরি হলে, ভাড়া নিয়ে দুর্ভোগ অনেকটাই কমবে, আশা ভুক্তভোগীদের।