সন্দীপ সরকার, কলকাতা: সরকারি হাসপাতালের (Government Hospital) রেফার রোগ সারাতে উদ্যোগ। রাজ্যের মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কড়া চিঠি দিল স্বাস্থ্য দফতর । পর্যালোচনার জন্য একজন সিনিয়র IAS অফিসারকে নোডাল অফিসার নিয়োগ করেছে স্বাস্থ্য দফতর।


রেফার রোগ সারাতে উদ্যোগ: সরকারি-বেসরকারি মিলিয়ে পাঁচ-পাঁচটি হাসপাতাল ঘুরেও দুর্গাপুরে বিনা চিকিৎসায় দুর্ঘটনাগ্রস্ত রোগী মৃত্যুর অভিযোগ। কুকুরের কামড়ে গুরুতর আহত শিশুকে নিয়ে ৩টি সরকারি হাসপাতালে ঘুরতে হয়েছে পরিজনদের। শহর থেকে জেলা। সম্প্রতি, সরকারি হাসপাতালের রোগী রেফারের একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার এ’নিয়ে উদ্যোগী হল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, রোগী রেফারের হার ৭ শতাংশের নিচে রাখতে চায় স্বাস্থ্য দফতর। কিন্তু, রাজ্যের ৩৯টি সরকারি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে, যেখানে রোগী রেফার করার হার ৭ শতাংশের বেশি। তার মধ্যে ২১টিতে রোগী রেফারের হার ১০ শতাংশের বেশি।


স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সম্প্রতি রাজ্যের ৯০টি মাল্টি স্পেশালিটি এবং মহকুমা হাসপাতালের উপর পর্যালোচনা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে শুধুমাত্র মেডিক্যাল অ্যাডভাইস দিয়ে রোগীদের ছেড়ে দেওয়া, যাকে বলা হয়, পেশেন্ট লিভিং এগেইনস্ট মেডিক্যাল এডভাইস’, সেই ‘LAMA’র সংখ্যাও বেড়েছে। সূত্রের খবর, ৫০টি হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে, যেখানে ‘LAMA’র হার ৩ শতাংশের বেশি। এরমধ্যে ‘LAMA’র হার ১৯ শতাংশের বেশি ১৯টি হাসপাতালের।


কড়া চিঠি স্বাস্থ্য দফতরের: এই অবস্থায়, রেফার নিয়ে উদ্বিগ্ন নবান্ন ও স্বাস্থ্য দফতর রাজ্যের মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কড়া চিঠি দিল। সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে, রাজ্য সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে উন্নতমানের পরিষেবা দিচ্ছে।শুধু তাই নয়, জটিল চিকিৎসার জন্য রোগীরা যাতে উন্নতমানের পরিষেবা পান, তা নিশ্চিত করা হয়েছে। তারপরও, রোগীদের রেফারের সংখ্যা কেন বাড়ছে? জেলা প্রশাসনের আধিকারিকদের এ’নিয়ে পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, এই বিষয়টিকে পর্যালোচনার জন্য স্বাস্থ্য দফতর একজন সিনিয়র IAS অফিসারকে নোডাল অফিসার নিয়োগ করেছে।


আরও পড়ুন: Jhargram: গ্রাহকদের ৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার ঝাড়গ্রামের ব্যাঙ্ক কর্মী