অমিতাভ রথ, ঝাড়গ্রাম: দিনের পর দিন গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছেন ব্যাঙ্ককর্মী (Bank employee)। অভিযোগ পেয়ে গ্রেফতার (arrested) হতে হল তাকে। গ্রাহকদের থেকে অন্তত ৭ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গ্রাহকদের টাকা আত্মসাৎ
গ্রাহকদের প্রায় সাত লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হল এক ব্যাঙ্ককর্মী। গ্রেফতার করল মানিকপাড়া ফাঁড়ির পুলিশ। সরডিহার এসবিআই ব্যাঙ্কের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ।
ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের সরডিহা এসবিআই ব্যাঙ্কে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার বাসিন্দা চন্দ্রশেখর দাস। তার বিরুদ্ধে গ্রাহকদের সাত লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ জমা পড়ে ব্যাঙ্কের ম্যানেজারের (bank manager) কাছে। অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখে ওই ব্যাঙ্কের ম্যানেজারই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া পুলিশ ফাঁড়িতে চন্দ্রশেখর দাসের নামে ব্যাঙ্কের গ্রাহকদের সাত লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ অভিযোগ পাওয়ার পর ব্যাঙ্কের ওই অস্থায়ী কর্মী চন্দ্রশেখর দাসকে শুক্রবার রাতে গ্রেফতার করে। শনিবার ধৃত চন্দ্রশেখর দাসকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। ঝাড়গ্রাম আদালতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ভারপ্রাপ্ত বিচারক চন্দ্রশেখর দাসকে চারদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। মানিকপাড়া ফাঁড়ির পুলিশ চন্দ্রশেখর দাসকে নিজেদের হেফাজতে নিয়ে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: WB By Poll 2022: “বাংলায় পুলিশ সরকার চলছে,’’ আইনশৃঙ্খলা নিয়ে তোপ রবিশঙ্কর প্রসাদের
অন্যদিকে ছড়াচ্ছে সাইবার প্রতারণার ছকও। এবার স্টেট ব্যাঙ্কের ইয়োনো অ্যাপের (SBI YONO App) নাম দিয়ে চালু হয়েছে নতুন প্রতারণাচক্র। একবার প্রতারকদের ফাঁদে পা দিলেই অ্যাকাউন্ট ফাঁকা হবে আপনার। টেক বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেটে 'ফিশিং স্ক্যাম' খুবই সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর ধরে দেশে ডিজিটাল লেনদেনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে প্রতারণাও।