কলকাতা: করোনা কাঁটা উঠতেই একের পর এক নতুন বাংলা ছবি মুক্তির অপেক্ষায়। সেই সঙ্গে শ্যুটিংও শুরু হচ্ছে একাধিক ছবির। এবার শ্যুটিং শুরুর অপেক্ষায় 'ক্লাউন' (Clown)। পরিচালনার দায়িত্বে ঋক চট্টোপাধ্যায়।


'ক্লাউন' ছবির শ্যুটিং শুরুর অপেক্ষায়


ঋক চট্টোপাধ্যায়ের পরিচালনায় শ্যুটিং শুরুর অপেক্ষায় 'ক্লাউন'। 'অন্তঃসত্ত্বা' ও 'জবা'র পর এটি তাঁর তৃতীয় ছবি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন ওম সাহানি (Om Sahani), দেবলীনা কুমার (Devlina Kumar) ও ইন্দ্রনীল চৌধুরী। এই ছবি দিয়েই অভিনয়ে পা রাখছেন ইন্দ্রনীল চৌধুরী। ছবির অন্য একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বি. ডি. মুখোপাধ্যায়। ক্রাইম থ্রিলার (Crime Thriller) ঘরানার এই ছবিতে ভাই বোনের চরিত্রে দেখা যাবে ওম সাহানি ও দেবলীনা কুমারকে।


ছবির পরতে পরতে রয়েছে রহস্য। পরিচালকের বিশ্বাস এই রহস্য দর্শকদের মনে কৌতূহল তৈরি করবে। ছবিটি মূলত তৈরি হবে সামাজিক প্রেক্ষাপটে নির্ভর করে। ন্যায়, প্রতিবাদ, প্রতিরোধই সুষ্ঠু সমাজ গঠনের প্রধান মাপকাঠি, এই বার্তাই মিলবে ছবি থেকে।


ছবির গল্পে উঠে আসবে মানুষের দুই দিক


প্রতিটি মানুষের দুটি দিক উঠে আসবে এই ছবিতে। আলো এবং ছায়া। প্রত্যেকেই চায় তাঁদের জীবনে কেবল আলো থাকুক। তাই তাঁরা তাঁদের প্রতি ঘটে যাওয়া নিত্যদিনের অন্যায়ের প্রতিবাদ করেন না। একদিন অত্যাচার সহ্য করতে করতে পিঠ দেওয়ালে ঠেকে গেলে তাঁদের সেই ছায়া রূপ বেরিয়ে আসে। পরিচালকের কথায়, 'আমাদের গল্পটা এমনই একটা ছায়ার গল্প। এক সাধারণ ছেলে, যার জীবনে সর্বদা অন্যায় হয়েছে। তার সামনেই তার বোনকে ধর্ষণ করা হয়। মায়ের সঙ্গে অবিচার করা হয়। যখন তার পিঠ দেওয়ালে ঠেকে যায় তার কালো দিকটি বেরিয়ে আসে।'


আরও পড়ুন: New Movie Update: 'ভূতে বিশ্বাস করেন?' দর্শকদের উদ্দেশে প্রশ্ন শিলাজিৎ-শ্রীলেখার


'জোকার'! এই জোকার শুধু নিজের বিচারই করেনি, সমাজে নিজের মতো করে প্রতিবাদের ঝড় তোলে, যা প্রতিবাদের ভাষা হয়ে ওঠে। সমাজে আমরা পরিবর্তনের প্রবণতা দেখতে পাই। কিন্তু কোনও পরিবর্তন দীর্ঘস্থায়ী হয় না। তাই সময় ও আইনের নিয়ম অনুযায়ী একদিন 'জোকার' শেষ হয়। কিন্তু প্রশ্ন থেকে যায় জোকার কি সত্যিই শেষ? সেই উত্তর অবশ্য মিলবে ছবি থেকে। আরও কয়েকটি দিনের অপেক্ষা। ছবিটি মুক্তি পাবে সিনেরিও ফিল্মসের ব্যানারে ড: ইন্দ্রনীল চৌধুরীর প্রযোজনায়।