কলকাতা: “লুকিয়ে লুকিয়ে ফোন করেন রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar)।’’সৌগতর পর এবার বিস্ফোরক দাবি করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। এদিন তিনি বলেন, “আপনার সঙ্গে কথা বলতে, দেখা করতে চাই। রাজ্যপালের কথা শুনে ফোন রেখে দিয়েছি। রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে সরাতে আবেদন জানিয়েছি। সংসদীয় গণতন্ত্রের টুঁটি টিপে ধরছেন রাজ্যপাল।’’ বেনজির আক্রমণ তৃণমূল সাংসদ (Trinamool Congress MP) সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee)।
ঠিক কী বক্তব্য তৃণমূল সাংসদের? এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি লোকসভাতে রাষ্ট্রপতিকে (President) বলেছি রাজ্যপালকে সরিয়ে দিন। সারা দেশের মধ্যে এই রাজ্যপালকে (Governor) কেন্দ্র করে প্রশ্ন উঠে গিয়েছে আদৌ রাজ্যপাল পদটার প্রয়োজন আছে কি না। দীর্ঘদিন ধরে আলোচনা থাকবে, রাজ্যপাল কীসের জন্য? কীসের জন্য তাঁকে ঘিরে এত হাতি পোষার খরচ? হাতিকে পুষলে তাও ভাল সার্কাস দেখা যায়। একে পুষে তো কোনও লাভ হচ্ছে না। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার টুঁটি চিপে ধরছেন। আবার লুকিয়ে লুকিয়ে ফোনও করেন। আমাকেও ফোন করেছেন। আপনার সঙ্গে দেখা করতে চাই। কথা বলতে চাই।’’
আরও পড়ুন: Mohua Moitra: কালী বিতর্কে মহুয়া মৈত্রের পাশে স্বরা ভাস্কর, শশী থারুর