কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রামপুরহাটকাণ্ডের মধ্যে কালই কলকাতায় ফিরছেন রাজ্যপাল। সূত্রের খবর, সফরসূচিতে কাটছাঁট করছেন রাজ্যপাল। জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে ফিরে রাজ্যপাল, যেতে পারেন দিল্লি। বৃহস্পতিবার দিল্লি যেতে পারেন রাজ্যপাল। 


বীরভূমে ভয়ঙ্কর হত্যালীলা, গণহত্যা, নরসংহার, উত্তাল বঙ্গ রাজনীতি। নানুর, ছোট আঙারিয়ার পর এবার রামপুরহাট। তৃণমূল উপ প্রধান খুনের পর রামপুরহাটে হত্যালীলা, ৮জনের মৃত্যু। রামপুরহাটের বকটুই গ্রামে পরপর বাড়িতে আগুন, আহত আরও ৩ । রামপুরহাটে ২ শিশু, ৬ মহিলা-সহ আগুনে পুড়ে ৮জনের। এই  ঘটনায় মঙ্গলবারই রাজ্যের মুখোসচিবের কাছ থেকে এই নিয়ে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একই সঙ্গে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন ধনকড়। রাজ্যে আইনের সংস্কৃতি নেই বলে অভিযোগ তুলেছেন তিনি।


বীরভূমের (Birbhum Fire) রামপুরহাটের ঘটনায় নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূল নেতার খুনের বদলা নিতে পরের পর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের। তা অস্বীকার যেমন করেছে, তেমনই দলের নেতা ভাদু শেখের মৃত্যুর জন্য বিজেপি-কে দায়ী করেছে জোড়াফুল শিবির। পাল্টা রাজ্যের আইন-শৃঙ্খলা সামলাতে ব্যর্থ হয়েছেন, তাই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছে বিজেপি। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের জল্পনাও ফের উস্কে দিয়েছে তারা।


এমন পরিস্থিতিতে মঙ্গলবার টুইটারে রামপুরহাট নিয়ে মন্তব্য করেন ধনকড়। তিনি লেখেন, ‘বীরভূমের রামপুরহাটে ভয়ঙ্কর ধরনের হিংসা, অগ্নিসংযোগ, ব্যাভিচারে প্রমাণিত যে, এই রাজ্যে সন্ত্রাসের সংস্কৃতি চলছে, আইনের শাসন নেই। ইতিমধ্যেই আট জনের প্রাণ গিয়েছে। মুখ্যসচিবের কাছ থেকে জরুরি ভিত্তিতে তথ্য চেয়েছি। শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা।’


আর রাজ্যপালের এই মন্তব্যের প্রেক্ষিতে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটকাণ্ড নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় বক্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উল্লেখ করেছেন, "আপনি যে ধরনের মন্তব্য করেছেন, তা দুর্ভাগ্যজনক। আপনার মন্তব্য নিরপেক্ষ তদন্তে বাধা হতে পারে। সাংবিধানিক পদে থেকেও এই ধরনের মন্তব্য অসাংবিধানিক। সাংবিধানিক পদে পদে থেকেও এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। বিজেপি শাসিত রাজ্য-সহ দেশের অন্যান্য ঘটনায় আপনি নীরব। বাংলাতে কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। আপনার বিবৃতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।''


আরও পড়ুন: Rampurhat Fire: “ধামাচাপা দিতেই SIT,’’ রামপুরহাটকাণ্ডে ৩৫৫ ধারা প্রয়োগের দাবি অধীরের