Defence Sector Fund: প্রতিরক্ষা খাতে মেক ইন ইন্ডিয়া ও স্বনির্ভর ভারত গড়ার লক্ষ্যে জোর দিয়েছে সরকার। যার বড় সুবিধা পেতে চলেছে দেশীয় প্রতিরক্ষা সংস্থাগুলো। সরকারের সাম্প্রতিক ঘোষণায় ইতিমধ্যেই শেয়ারের দাম বেড়েছে এই কোম্পানিগুলির। প্রতিরক্ষা খাতের এই জোয়ারের মুখে সংশ্লিষ্ট খাতে মিউচুয়াল ফান্ড আনার উদ্যোগ নিয়েছে HDFC। 


HDFC Mutual Fund: সেবির অপেক্ষায় HDFC ?
এই প্রথমবার এই ধরনের প্রতিরক্ষা তহবিলে মিউচুয়াল ফান্ড আনতে চলেছে HDFC। এইচডিএফসি প্রতিরক্ষা তহবিল হবে একটি সেক্টরাল ফান্ড যা প্রতিরক্ষা খাতে পরিচালিত কোম্পানিগুলিতে বিনিয়োগ করবে। এইচডিএফসি মিউচুয়াল ফান্ড বাজার নিয়ন্ত্রক সেবি থেকে অনুমোদন পাওয়ার পরেই এই প্রতিরক্ষা তহবিল (Defence Sector Fund) চালু করতে সক্ষম হবে।


Defence Sector Fund: প্রতিরক্ষা খাতে রয়েছে এই কোম্পানিগুলি
এটি সদ্য চালু হওয়া নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্সের সাথে বেঞ্চমার্ক করা হবে। প্রতিরক্ষা সূচকের বর্তমান স্টকগুলির মধ্যে রয়েছে Astra Microwave Products, BEML, Bharat Dynamics, Bharat Electronics, Cochin Shipyard, Garden Reach Shipbuilders & Engineers, Hindustan Aeronautics, MTAR Technologies, Mazagon Dock Shipbuilders ও Solar Industries-এর নাম। প্রতিরক্ষা খাতে জড়িত বা প্রতিরক্ষা শিল্প থেকে তাদের আয়ের 10 শতাংশ পর্যন্ত প্রাপ্ত কোম্পানিগুলিকে এই সূচকে অন্তর্ভুক্ত করা হবে। পরিসংখ্যান বলছে, নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্স চার বছরে 25 শতাংশ রিটার্ন দিয়েছে।


HDFC Mutual Fund: বাজারে সুনাম আছে এই কোম্পানির
এমনিতেই শেয়ার বাজারে সুনাম রয়েছে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের। সেই কারণে শেয়ারের সঙ্গে সঙ্গে এদের মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীও প্রচুর। এই মিুচুয়াল ফান্ডে নামী কোম্পানিতেই বিনিয়োগ করেন ফান্ড ম্যানেজার। বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষিত রাখতে ও কম সময়ে বেশি লাভ দিতে এই ফান্ড দারুণ কাজ করে। এবার সেই সুনাম নিয়েই প্রতিরক্ষা খাতে মিউচুয়াল ফান্ড আনার উদ্যোগ নিয়েছে HDFC Mutual Fund।