রুমা পাল, কলকাতা: যুবভারতীকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে একের পর এক পুলিশ কর্তাকে শোকজ করা হয়েছে এদিন। রাজ্য পুলিশের DG রাজীব কুমারকে শোকজ, জবাব তলব করা হয়েছে।  ২৪ ঘণ্টার মধ্যে রাজীব কুমারের জবাব চেয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে যুবভারতীকাণ্ডে এবার কড়া বার্তা রাজ্যপালের।                                                                                          

Continues below advertisement

মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা রাজ্যপালের। রাজ্যপাল সিভি আনন্দ বলেন, 'ভিভিআইপি ও ভিআইপিরা মেসির কাছে পৌঁছে যায়। রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর নাম উঠে আসছে। ক্রীড়ামন্ত্রীর দায় স্বীকার করা উচিত। দায়িত্ব নিয়ে দুই মন্ত্রী পদত্যাগ করলে তদন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হবে। তদন্ত প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও নির্বিঘ্নে এগোতে পারে সেই দিকে দেখতে হবে'। 

এদিকে, বিতর্কের মুখে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ অরূপ বিশ্বাসের। ক্রীড়ামন্ত্রীর পদে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে অরূপ বিশ্বাসের চিঠি। 'নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী হিসেবে অব্যাহতি চাইছি', মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ইস্তফার ইচ্ছাপ্রকাশ অরূপ বিশ্বাসের।                           

Continues below advertisement

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া দফতর, এমনটাই খবর। 

'হাইকোর্টে শুনানির আগে নজর ঘোরানোর চেষ্টা।  ২২ হাজার টিকিট নিয়েছিলেন অরূপ বিশ্বাস, বলছেন শতদ্রুর লোকেরাই। এই টিকিট শুধু বিলি নয়, বিক্রিও হয়েছে, কয়েকশো কোটির দুর্নীতি। আমরা নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছি। মুখ্যমন্ত্রী বুঝেছেন ফুটো নৌকায় জল ঢুকেছে। পুরোটাই আইওয়াশ, অবিলম্বে পদত্যাগ করতে হবে। মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবেন কেন? দায় স্বীকার করতে হবে। কেন সেদিন গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেলেন মুখ্যমন্ত্রী? মানুষের কাছে জবাব দিন মুখ্যমন্ত্রী। মেসিকে নিয়ে খেলা হবে বলানোর চেষ্টা। দেশকে হেলিয়ে দেবেন বলেছিলেন, মুখ্যমন্ত্রী নিজেই এখন হেলে গেলেন'। যুবভারতীকাণ্ডে অরূপের অব্যাহতির পরেই আক্রমণে শুভেন্দু অধিকারী।