রুমা পাল, কলকাতা: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল-শিক্ষামন্ত্রী চাপানউতোর তুঙ্গে। রাজ্য়ের দেওয়া তালিকা থেকে ৬ জনের নাম চূড়ান্ত করে বিবৃতি দিল রাজভবন। বলা হল, 'উপাচার্য নিয়োগ নিয়ে আগ্রাসী মনোভাব থেকে পিছু হঠলেন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে উপাচার্য নিয়োগ নিয়ে সহমত হয়েছেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। উপাচার্য পদে নিয়োগের জন্য শিক্ষা দফতর ৩১ জনের তালিকা পাঠিয়েছিল। ৩১ জনের মধ্যে ৬ জনকে উপাচার্য পদে নিয়োগ করবেন রাজ্যপাল।' রাজভবনের বিবৃতির পর পাল্টা পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। 'আমি কোথা থেকে পিছু হঠলাম সেটাই বুঝতে পারছি না', পোস্ট ব্রাত্যর।


শিক্ষামন্ত্রীর দাবি...
এক্স হ্যান্ডেলে এই পোস্ট করে ব্রাত্য হ্যাশট্যাগ 'গুগলি' লেখেন। এর পর থেকে ফের আলোচনায় রাজভবন-বিকাশ ভবন সংঘাত। বিবৃতিতে জানানো হয়েছে, উচ্চশিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি রাজ্যপালের কাছে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগের ব্যাপারে আবেদন জানানো হয়েছে। কেন এই আবেদন? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী যে ঐক্যমতে পৌঁছেছিলেন, তারই ভিত্তিতে এই আবেদন জানানো হয়। যে ৩১ জনের নামের তালিকা পাঠানো হয়েছিল, তাঁদের মধ্যে ৬ জনকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ করার কথাও বলা হয় এদিন। রাজভবনের তরফ থেকে আরও একবার জানিয়ে দেওয়া হয় যে আচার্যই একমাত্র এঁদের নিয়োগ করতে পারেন। এই প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে গত কাল রাজ্যপাল যে সুদীর্ঘ বৈঠকটি করেছিলেন, তার কথাও বলা হয়েছে। প্রসঙ্গত, রাজ্য়ের বিশ্ববিদ্য়ালয়গুলোর অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। রাজ্যের দেওয়া তালিকা থেকে ৬ জনকে উপাচার্য নিয়োগের জন্য় রাজ্য়পালকে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। 


প্রেক্ষাপট...
কয়েক দিন আগেই রাজ্য়ের বিশ্ববিদ্য়ালয়গুলোর অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের দেওয়া তালিকা থেকে ৬ জনকে উপাচার্য নিয়োগের জন্য় রাজ্য়পালকে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে বাকি উপাচার্য নিয়োগের জন্য় তালিকা পাঠাতে রাজ্য সরকারকেও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার সর্বোচ্চ আদালতে অ্য়াটর্নি জেনারেল জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ সরকারের পাঠানো নামে ইতিমধ্য়েই অনুমোদন দিয়েছে কেন্দ্র। এরপরেই রাজ্য় সরকারের তৈরি তালিকা থেকে ৬ জনকে উপাচার্য নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, এর আগে রাজ্য়ের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করে দেয় সর্বোচ্চ আদালত।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:বঙ্গে প্রথম দফার ৩ আসনে কেমন হল ভোট ? যা বলল কমিশন...