শান্তনু নস্কর, গোসাবা: মোটর ভ্যান উল্টে একসঙ্গে মৃত্যু হল ঠাকুর্দা-নাতির। গোসাবার বালি বাজারের ঘটনা। গত কাল, বুধবার রাত ৯টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনার কথা শোনা যায়। 


কী জানা গেল?
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার অন্তর্গত বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালি বাজারের কাছে এই ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত কাল অর্থাৎ বুধবার রাতে স্থানীয় বাজার থেকে ব্যবসার কাজকর্ম শেষ করে নিজেদের মোটর ভ্যানে করে বাড়ি ফিরছিলেন গোপাল বেরা ও সুদীপ বেরা। হঠাৎ করে মোটর ভ্যান উল্টে পুকুরের মধ্যে পড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্য়ু হয় বলে খবর।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পাড়ার বাসিন্দা গোপাল বেরা তাঁর নাতি সুদীপকে নিয়ে বালি বাজারে মুদির ব্যবসা করতে গিয়েছিলেন। গতকাল রাতে যখন তাঁরা বাজার শেষ করে মোটর ভ্যানে করে দোকানের মালপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় বালি বাজারের কাছে হঠাৎ মোটর ভ্যান উল্টে রাস্তার পাশে স্থানীয় একটি পুকুরের মধ্যে পরে যায়। সেই সময় বিদ্যুৎ না থাকায় প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। এরপর বিদ্যুৎ-সংযোগ এলে স্থানীয় মানুষজন মোটরভ্যান পরে থাকতে দেখেন। তড়িঘড়ি পুকুরের মধ্যে নেমে মোটর ভ্যান দেখতে গিয়ে দুজনকে ভেসে থাকতে দেখেন স্থানীয়রাই। তাঁদের উদ্ধার করে গোসাবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মোমিনপুর মর্গে পাঠিয়েছে গোসাবা থানার পুলিশ।
এই রাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু এখন কার্যত নিত্যদিনের খবর হয়ে দাঁড়িয়েছে। দিনদুয়েক আগে যেমন পূর্ব বর্ধমানের গুড়াপে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় ৭ জনের। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।


হালেই গুড়াপে দুর্ঘটনা
সেদিন ভোরে গুড়াপের কংসারিপুর মোড়ে একটি যাত্রিবাহী টোটোকে ধাক্কা মারে ডাম্পার। ধাক্কার অভিঘাতে যাত্রী-সহ টোটোটি ডাম্পারের নিচে ঢুকে যায়। সকালে এমন ভয়ঙ্কর ঘটনার ফলে হইহই পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান স্থানীয় মানুষজন, আসে পুলিশও। ডাম্পারের নিচে থেকে যাত্রীদের উদ্ধারে হাত লাগান সকলেই। পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক ভাবে সংজ্ঞাহীন অবস্থায় ডাম্পারের নিচ থেকে মোট ৬ জনকে উদ্ধার করা হয়েছিল। চিকিৎসার জন্য প্রত্যেককে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে প্রথমেই তাঁদের ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। বেলার দিকে মৃতের সংখ্যা বেড়েছে বলে জানা যায়।


আরও পড়ুন:মেঘলা আকাশ রাজ্যজুড়ে, ফের বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?