অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : প্রথমে ২০১৯। তারপর ২০২২-এ দু'বার। বউবাজারে মেট্রো প্রকল্পে ধসের জেরে রাতারাতি ঘরছাড়া হতে হয়েছিল বাসিন্দাদের! এক রাতের মধ্যে বাস্তুহারা হয়েছিলেন বহু মানুষ। ভয়ঙ্কর ক্ষতির শিকার হয়েছিলেন বউবাজারের ( Bowbazar ) গয়না ব্যবসায়ীরা। একরত্তি সন্তান নিয়ে চেনা ঘর, চেনা দালান, নিরাপদ ছাদ ছেড়ে সাময়িক পথে বলতে হয়েছিল বহু মানুষকে। সেই ভয়াবহ ঘটনার পুনরাবৃ্ত্তি যাতে আর না হয়, তার জন্য এবার নতুন পদক্ষেপ করল মেট্রো রেল ( Kolkata Metro Rail )। এবার তরল নাইট্রোজেন ভূগর্ভে ঢুকিয়ে ফ্রিজ করে দেওয়া হবে নির্দিষ্ট অংশের ভূগর্ভস্থ জল। তাতেই নাকি ভবিষ্যতের সব আশঙ্কা কেটে যাবে।
মেট্রো সূত্রে খবর, বর্তমানে শেষ ধাপের কাজ চলছে বউবাজারে। কেএমআরসিএল ( KMRCL ) সূত্রে খবর, ওয়েলিংটন সংলগ্ন এলাকায় আর যাতে ক্রস প্যাসেজ বানাতে গিয়ে আর ধস না নামে, তারজন্য ব্যবহার করা হবে নরওয়ের এই প্রযুক্তি।
মাইনাস ১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল নাইট্রোজেনকে ভূগর্ভে ঢুকিয়ে দিয়ে জলকে ফ্রিজ করা হবে। প্রযুক্তির নাম গ্রাউন্ড ফ্রস্ট। জামশেদপুর থেকে আসবে এই তরল নাইট্রোজেন। কেএমআরসিএল সূত্রে আরও খবর, বউবাজার থেকে নির্মল চন্দ্র স্ট্রিট পর্যন্ত খোঁড়া হবে একাধিক গর্ত।
৬ মিটার ব্যাসের গর্ত দিয়ে ৮-১০টি করে পাইপ মাটির ১৬ মিটার নিচে পাাঠনো হবে। পাইপের মধ্যে পাঠানো হবে তরল নাইট্রোজেন। এরফলে পাইপ ঘিরে ১ মিটার জায়গার ভূ-গর্ভস্থ জল বরফে পরিণত হবে। এর ফলে আজ ইস্তক মেট্রোর কাজের জেরে যে যে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হয়েছে সেখানকার বাসিন্দাদের তার পুনরাবৃত্তি হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
চলতি মাসের শেষেই এই কাজ শুরু করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। কাজ শেষ হতে সময় লাগবে প্রায় ৪ মাস। এ নিয়ে ইতিমধ্যেই কলকাতা ট্রাফিক পুলিশের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। কারণ এর জেরে বেশ কিছু রাস্তা আটকে কাজ চলতে পারে।
হাওড়া থেকে গঙ্গার নিচ দিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত জুড়েছে মেট্রোর লাইন। শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাত্রী পরিষেবা চালু হয়েছে। কিন্তু, বউবাজারে বিপর্যয়ের কারণে এখনও শিয়ালদা থেকে এসপ্ল্যানেড কাজ সম্পূর্ণ করা যায়নি। এখন দেখার কবে এই কাজ শেষ হয়। এই কাজ শেষ হলে মেট্রোপথে জুড়ে যাবে মহানগরের বিশাল এলাকা। উপকৃত হবেন বহু মানুষ। সেই সময়ের দিকেই তাকিয়ে কলকাতার মানুষ।
আরও পড়ুন: Kunal Ghosh: রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ও বই উপহার, বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা কুণাল ঘোষের
Bowbazar Metro Rail : বউবাজারের বিপর্যয়ের পুনরাবৃত্তি রুখতে বিশেষ পদক্ষেপ ! মিটবে কি সমস্যা?
ABP Ananda
Updated at:
12 Aug 2023 07:46 AM (IST)
Edited By: Nibedita Bhattacharya
Metro Rail Disaster : তরল নাইট্রোজেন ভূগর্ভে ঢুকিয়ে ফ্রিজ করে দেওয়া হবে নির্দিষ্ট অংশের ভূগর্ভস্থ জল। তাতেই নাকি ভবিষ্যতের সব আশঙ্কা কেটে যাবে।
বউবাজারের বিপর্যয়ের পুনরাবৃত্তি রুখতে বিশেষ পদক্ষেপ !
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
12 Aug 2023 07:46 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -