ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা: পঞ্চায়েতে পাহাড়ে জয়জয়কার হয়েছে তাঁর দলের। তার পর তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চেও দেখা গিয়েছিল। কলকাতা ছাড়ার আগে লেক কালীবাড়িও ছুঁয়ে গেলেন গোর্খাল্য়ান্ড টেরিটোরিয়াল অ্যানডমিনিস্ট্রেশনের (GTA) প্রধান অনীত থাপা (Anit Thapa)। শুধু মন্দির ঘুরে দেখাই নয়, পাহাড়েও লেক কালীবাড়ির (Lake Kalibari) মতো আদলে মন্দির তৈরির ইচ্ছা প্রকাশ করলেন তিনি (Kolkata News)।


সোমবার দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ি ঘুরে দেখেন অনীত। লেক কালীবাড়িতে পুজোও দেন তিনি। মন্দিরের গর্ভগৃহে  প্রবেশ করেন। ঘুরে দেখেন নির্মীয়মান অংশও। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলতে দেখা যায়। 


লেক কালী বাড়ি ঘুরে দেখে এই মন্দিরের আদলে পাহাড়ে কালী মন্দির তৈরির ইচ্ছা প্রকাশ করলেন জিটিএ চেয়ারম্য়ান অনিত থাপা। প্রধান পুরোহিতের সঙ্গে লেক কালী বাড়ির গর্ভগৃহও নির্মীয়মাণ অংশ ঘুরে দেখেন তিনি। কথা বলেন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে। তার পরই লেক কালী বাড়ির আদলে পাহাড়ে একটি কালী মন্দির তৈরির ইচ্ছা প্রকাশ করেন তিনি।


আরও পড়ুন: Frezargung Gram Panchayat : বাম-কংগ্রেস, তৃণমূল ঘুরে বিজেপি, ক্ষমতা বদলের অন্য ছবি নামখানার ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে


গতকাল প্রায় এক ঘণ্টা লেক কালী বাড়িতে ছিলেন অনীত। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "এই প্রথম বার লেক কালীবাড়িতে। গুরুজির সঙ্গে একবার দেখা হয়েছিল। আমন্ত্রণ জানিয়েছিলেন। বলেছিলেন আশীর্বাদ নিয়ে যেতে। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আশীর্বাদ তো প্রয়োজন তার জন্য। কলকাতার জন্য লেক কালীবাড়ি একটা সম্পদ। গুরুজির সঙ্গে কথা বলছিলাম, দার্জিলিংয়েও মায়ের মন্দির হওয়া দরকার। দার্জিলিংবাসীও আশীর্বাদ নিতে পারবেন।"


অনীতের মন্দির দর্শন নিয়ে লেক কালীবাড়ির প্রধান পুরোহিত নিতাইচন্দ্র বসু বলেন, "এর আগে দার্জিলিং গিয়েছিলাম। তখন ওঁর সঙ্গে দেখা হয়। নিজেই জানতে চেয়েছিলেন কতদূর এগিয়েছে, কী ভাবে ভাবে তৈরি হচ্ছে লেক কালীবাড়ি। উনি এসেছেন, দেখেছেন, খুশি হয়েছেন। দার্জিলিংয়ে এমন একটি মন্দির হোক, ওঁর ইচ্ছে, যা কলকাতার জন্যও দ্রষ্টব্য হবে। "


সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে দার্জিলিংয়ে অত্যন্ত ভাল ফল করেছে অনীতের দল। পঞ্চায়েত সমিতিতে নিরঙ্কুশ জয় মিলেছে বলে দাবি করেছেন তিনি। সেই আবহে তাঁর কলকাতা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পঞ্চায়েতে পাহাড়ে যখন বড় অংশের সমর্থন হারাতে দেখা গিয়েছে বিজেপি-কে, সেই সময় ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে নিজের অবস্থানের কথা জানিয়েছেন অনীত। তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও সেই বার্তাই দিয়েছেন।