মুম্বই: বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচে আউট হয়ে স্ট্যাম্প ভেঙেছিলেন মাঠেই। এরপর পুরস্কার বিতরণী সভায় বাংলাদেশের ক্রিকেটারদের অপমান করা থেকে শুরু করে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ। সব মিলিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রে হরমনপ্রীত কৌর। ভারতের মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীতের ব্যবহার ভারতের প্রাক্তন ক্রিকেটারদেরও পছন্দ হয়নি। ম্যাচ ফি-র ৭৫ শতাংশ ও ২ ডিমেরিট পয়েন্ট কেটে নেওয়া হয়েছিল কৌরের। এবার শোনা যাচ্ছে হয়ত আরও ২ ডিমেরিট পয়েন্ট কাটা যেতে পারে হরমনের। এমনকী ২ ম্যাচ নির্বাসিতও হতে পারেন এই ডানহাতি ব্যাটার। 


আইসিসির তরফে এখনও কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সূত্রের খবর, আইসিসির লেভেল ২ নিয়ম লঙ্ঘনের জন্য কড়া শাস্তি পেতে পারেন হরমনপ্রীত। সেক্ষেত্রে বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই শাস্তির কোপ পড়বে তাঁর ওপর। ম্যাচ অফিশিয়ালরা তিন ডিমেরিট পয়েন্ট কেটে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন। এছাড়া ম্যাচ অফিশিয়ালদের বিরুদ্ধে জনসমক্ষে সমালোচনা করার জন্য ১ ডিমেরিট পয়েন্ট কেটে নেওয়ার দাবি তুলেছেন। ২৪ মাসের মধ্যে যদি কেউ ৪ ডিমেরিট পয়েন্ট পান, তবে তাঁকে নির্বাসনের আওতায় পড়তে হয়। 


কী ঘটেছিল?


শনিবার (২২ জুলাই) তৃতীয় ওয়ান ডে ম্যাচে হরমনপ্রীত কৌরকে আম্পায়ার তনবীর আমেদ এলবিডব্লু আউট দেন। এরপরেই ক্ষুব্ধ হরমনপ্রীত নিজের ব্যাট দিয়ে উইকেটে আঘাত করেন। এরপরে আম্পায়ারের সঙ্গে বচসাতেও জড়ান ভারতীয় অধিনায়ক। এতেই না থেমে হরমনপ্রীত কৌর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও নিজের ক্ষোভ উগরে দেন। আম্পায়ারদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ আনেন তিনি।


ভারতীয় অধিনায়ক মাঠের মধ্যেই যেভাবে মেজাজ হারিয়েছেন, তাতে বিন্দুমাত্র খুশি নন বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা মদন লাল (Madan Lal)। তিনি ভারতীয় বোর্ডকে হরমনপ্রীতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় মদন লাল লেখেন, 'বাংলাদেশের মহিলা দলের সঙ্গে হরমনপ্রীত জঘন্য ব্যবহার করে। ও তো আর খেলার থেকে বড় নয়। ভারতীয় ক্রিকেটের নাম খারাপ করেছে ও। বিসিসিআইয়ের উচিত ওর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া।'


গোটা বিষয়ে বাংলাদেশ অধিনায়কও নিজের ক্ষোভ চেপে রাখেননি। তিনি হরমনপ্রীতের আচরণের সমালোচনা করে বলেন, 'যেটা হয়েছে সেটা ওর সমস্যা। আমার আর তেনন কিছু বলার নেই। তবে ওর আচরণ আরেকটু ভাল হওয়া উচিত ছিল। ঠিক কী ঘটেছিল, সেটা আমি বলতে পারব না, তবে ওর সঙ্গে আমাদের দল একসঙ্গে দাঁড়াতে (ছবি তোলার জন্য) চায়নি। সেই কারণেই আমরা ভিতরে ফিরে যাই। ক্রিকেটটা সম্মান এবং নিয়মানুবর্তিতার খেলা।'