কালিয়াগঞ্জ: কাল কালিয়াগঞ্জে যাবে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল। তার আগে আজ মৃতার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। রায়গঞ্জে পৌঁছন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। কাল যাবেন কালিয়াগঞ্জে। দেখা করবেন মৃত নির্যাতিতার পরিবারের সঙ্গে। কথা বলবেন মৃতার প্রতিবেশীদের সঙ্গে। তদন্তকারী অফিসারের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো।


বাংলায় মহিলা ও শিশুরা অসুরক্ষিত। কালিয়াগঞ্জকাণ্ডের প্রেক্ষিতে এমনই অভিযোগ করলেন  জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। আজ বিকেলে বাগডোগরা হয়ে কালিয়াগঞ্জ যাওয়ার পথে প্রিয়াঙ্ক কানুনগো বলেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে তুলে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের হাতে। এদিকে, কালিয়াগঞ্জের ঘটনার প্রতিবাদে আজ বিজেপির মহিলা মোর্চা শিলিগুড়ির পুলিশ কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তিও বাধে। বিজেপির দাবি, অশান্তি-তে তাদের ২ মহিলা কর্মী আহত। অন্যদিকে, কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে শিলিগুড়িতে মৌন মিছিল করে আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। 


বিষক্রিয়ায় মৃত্যু কালিয়াগঞ্জে নাবালিকার! ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট উল্লেখ করে এই দাবি করেন পুলিশ সুপার। এদিকে, নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে আজও রণক্ষেত্র হয়ে ওঠে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। বিক্ষোভ, অগ্নিসংযোগ, কিছুই বাদ গেল না! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দাবি পুলিশের। 


এদিকে কালিয়াগঞ্জের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে ৩ দিনের মধ্যে রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন। কাল মৃতার বাড়িতে যাচ্ছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরাও। ঘটনাটি ঘিরে চরম রাজনৈতিক চাপানউতোর চলছে। সিবিআই তদন্তের দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 


নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে, দোষীদের শাস্তির দাবিতে শনিবার এরকমই উত্তাল হয়ে উঠল কালিয়াগঞ্জের পরিস্থিতি! আর তাতে লাগল রাজনীতির রংও! কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে সরব হল কেন্দ্রীয় মহিলা কমিশন থেকে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। 


এই ঘটনাকে হাতিয়ার করে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে পথে নামল বিজেপি-ও। শনিবার সকালে মৃত নাবালিকার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ এই ঘটনাকে আত্মহত্যা বলে চালাতে চাইছে বলে অভিযোগ করে, সিবিআই তদন্ত দাবি করেন তিনি! নাবালিকার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছে, তা যদি সত্যি হয়, তাহলে FIR দায়ের করে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তির কথা বলা হয়েছে।  নাবালিকার বাড়ি যাওয়ার কথা বলেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন।