সন্দীপ সরকার, কলকাতা: শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতায় পৌঁছে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ঝুলিতে ২৪০টি আইপিএল (IPL 2023) ম্যাচ। ৫০৩৭ রান। ২৪টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ ৮৪। স্ট্রাইক রেট ১৩৫.৩৭। এবারের আইপিএলে আরও ভয়ঙ্কর মাহি। ২১০.৭১ স্ট্রাইক রেটে রান করছেন। যে রেকর্ড শুনলে বিশ্বের যে কোনও বোলারের কপালে শ্বেতবিন্দু জমা হবেই।
কীভাবে রবিবার ইডেনে (Eden Gardens) মাহি-ম্যাজিক ফিকে করা সম্ভব? কলকাতা নাইট রাইডার্স শিবিরে নানারকম অঙ্ক কষা চলছে। যার মধ্যে সবার আগে উঠে আসছে একটাই অস্ত্রের নাম।
সুনীল নারাইন। আইপিএল গ্রহে যিনি বিস্ময়-স্পিনার তকমা নিয়ে আছড়ে পড়েছিলেন। তাঁর ভেল্কিতে ঘায়েল হয়েছেন তাবড় ব্যাটাররা। তারপর থেকে একাধিকবার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। বাধ্য হয়েছেন অ্যাকশন বদলাতে। কেউ কেউ বলেন, ক্যারিবিয়ান স্পিনারের বলে আগে যে বিষ ছিল, এখন আর ততটা নেই।
তবে নারাইনের সামনে পড়লে মহেন্দ্র সিংহ ধোনি যেন কিছুটা হোঁচট খান। পরিসংখ্যান দেখুন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে নারাইনের ৯১ বল খেলেছেন ধোনি। করেছেন মাত্র ৪৮ রান। অবিশ্বাস্য শোনালেও, নারাইনের বলে ধোনি মেরেছেন মাত্র ১টা চার। দুবার আউটও হয়েছেন নারাইনের বলে। ক্যারিবিয়ান স্পিনারের বিরুদ্ধে ধোনির স্ট্রাইক রেট ৫৩! কোথায় সেই ব্যাটিং বিক্রম। হেলিকপ্টার শটের শাসন!
কেকেআরের আরেক স্পিনার বরুণ চক্রবর্তীর বিরুদ্ধেও ধোনির রেকর্ড চমকে ওঠার মতো। বরুণের বিরুদ্ধে ১৬ বলে মাত্র ১১ রান করেছেন। ৩ বার আউট হয়েছেন বরুণের বলে।
কেকেআরের তূণে যোগ হয়েছে আরেক নতুন স্পিন-অস্ত্র। সুয়শ শর্মা। যিনি আইপিএল অভিষেকেই চমক দিচ্ছেন। দিল্লির লেগস্পিনারও ধোনিকে পরীক্ষার মুখে ফেলতে পারেন।
ধোনি যদিও এবারের আইপিএলে নামছেন অনেকটাই নীচের দিকে। সাত নম্বরে। যদি টপ ও মিডল অর্ডার ব্যর্থ হয়, তবেই। ডেভন কনওয়ে বা রুতুরাজ গায়কোয়াড় রান পেয়ে গেলে হয়তো প্রয়োজনই পড়বে না ধোনির।
যদিও ইডেন জনতা প্রত্যাশা করে রয়েছে মাহি ম্যাজিক দেখার। একচল্লিশেও যাঁকে ব্যাট হাতে ক্ষুধার্ত দেখাচ্ছে। উইকেটের পিছনে এতটাই ক্ষিপ্র যে, লিটন দাসরা দেখলে লজ্জা পাবেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বাংলাদেশি ক্রিকেটার যে স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেছেন, ধোনি তাতে তিনবার স্টাম্প করে দিতে পারতেন।
আর যদি ব্যাট হাতে সিএসকে-র রক্ষাকর্তা হিসাবে আবির্ভুত হন এমএসডি? কেকেআর শিবির প্রস্তুত রাখছে স্পিন ত্রিফলাকে। নারাইন-বরুণ-সুয়াশ অস্ত্রেই ধোনি কাঁটা উপড়ে ফেলতে চাইছেন শাহরুখ খানের যোদ্ধারা।