কলকাতা: সন্দেশখালির ঘটনার পর, জওয়ানদের অভিযানের সময় একগুচ্ছ নির্দেশিকা। বলা হয়েছে, হেলমেট পরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পরনে বডি প্রোটেক্টর জ্যাকেট এবং লাঠি থাকাও বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়েছে। 


রাজ্যপালের সঙ্গে দেখা  CRPF-এর IG-র: শুধু ED-র অফিসার, কিংবা সংবাদমাধ্যম নয়। শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে, ED অফিসারদের সঙ্গে থাকা CRPF জওয়ানরাও রেহাই পাননি। রীতিমতো তাড়া করে মারতে মারতে, এলাকা ছাড়া করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের। এই প্রেক্ষাপটেই রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন, ওয়েস্টবেঙ্গল সেক্টরের CRPF-এর IG বীরেন্দ্র কুমার সিংহ।

সূত্রের খবর, তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে জানিয়েছেন, শুক্রবার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি ও সন্দেশখালি বাজারের কাছে একটি জায়গায় অভিযান চালাতে গিয়েছিল ED. সেখানেও CRPF জওয়ানদের উপর হামলা হয়। নিষেধ করলেও শোনা হয়নি। তা সত্ত্বেও জওয়ানরা গুলি চালাননি।এর পাশাপাশি CRPF সূত্রে আরও জানা গেছে, সন্দেশখালির ঘটনার পর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছে,  এই ধরনের অভিযানের সময়, হেলমেট পরে যেতে হবে। সঙ্গে থাকবে বডি প্রোটেক্টর জ্যাকেট। লাঠি থাকাও বাধ্যতামূলক।


গত সপ্তাহে তৃণমূল নেতা শেখ শাহজাহনের বাড়িতে ইডির অভিযান ঘিরে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতার বাড়িতে গিয়ে বারবার ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। ১ ঘণ্টা অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা করে। এরপরই শয়ে শয়ে শাহজাহানের অনুগামী বাড়ির সামনে জড়ো হয়। কেন্দ্রীয় বাহিনীর ওপর চড়াও হয় শাহজাহান অনুগামীরা। এরপর মারতে মারতে এলাকাছাড়া করা হয় ইডি আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। গাড়ি ভাঙচুর করতে থাকে দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় চারটি সংবাদ মাধ্যের গাড়িও। প্রাণভয়ে এবিপি আনন্দর গাড়িতে চড়ে বসেন ৪ ইডি আধিকারিক। পালিয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই গাড়িতে চেপে পালাতে গিয়ে উল্টো দিকে চলে যান তাঁরা। ধামাখালি জেটি ঘাটে পৌঁছে যান। সেখান থেকে ফেরার পথ নেই বুঝতে পেরে সেখানে দাঁড়িয়ে থাকা সন্দেশখালি থানার একটি পুলিশের ভ্যানের কাছে সাহায্য চান তাঁরা। সন্দেশখালি থানার ওসির সঙ্গে কথা বলেন ইডি আধিকারিকরা। ১০ টা নাগাদ পুলিশের লঞ্চে চেপে পৌঁছন সন্দেশখালি থানায়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  




 



আরও পড়ুন: DYFI Brigade: ব্রিগেডে জনজোয়ার, মীনাক্ষীকে সামনে রেখে সুদিন ফেরার আশায় বুক বাঁধছে CPM