কলকাতা : গুজরাতে সেতু-বিপর্যয় (Gujrat Bridge Collapse) নিয়ে বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরদারিতে বিচার বিভাগীয় কমিশন গঠনের আবেদন জানালেন তিনি। এই ঘটনায় "যাঁদের মৃত্যু হয়েছে, সরকার তাঁদের সাহায্য করতে পারেনি", বলে অভিযোগ তাঁর।


তিনি সিবিআই-ইডি তদন্তের দাবি জানান। বলেন, "যে ঠিকাদার এবং টেন্ডার প্রক্রিয়ায় যারা কাজ করেছে, তাদের বিরুদ্ধে সিবিআই বা ইডি কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন ? ওরা শুধু সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। যারা প্রকৃত অপরাধী তাদের কেন ক্ষমা করে দেওয়া হচ্ছে। আমি প্রধানমন্ত্রীকে নিয়ে কোনও কথা বলব না। কারণ, ওটা তাঁর রাজ্য।" 


মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরুষ-মহিলা-শিশুর থিকথিকে ভিড়ে তার ছিঁড়ে নদীতে পড়ে গিয়েছিল ঝুলন্ত সেতু। মুহূর্তের আনন্দ বদলে গিয়েছিল বিষাদে। গুজরাতের মোরবিতে মাচ্ছু নদীর ওপর ব্রিটিশ আমলে তৈরি সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে তিন থেকে ১২ বছরের ৫৬জন শিশু রয়েছে। আহতের সংখ্যা শতাধিক। ভোটের মুখে গুজরাতে সেতু বিপর্যয়ে প্রশ্ন উঠেছে, বিপর্যয়ের দায় কার ?


সূত্রের খবর, যে বেসরকারি ঘড়ি নির্মাণকারী সংস্থা, ওরেভা গ্রুপকে (অজন্তা ঘড়ির অভিভাবক সংস্থা) সেতুর রক্ষণাবেক্ষণের বরাত দেওয়া হয়েছিল, সাত মাস সময় নিয়েও পুরনো কেবল বদলায়নি তারা। বরং জং ধরা সেই কেবলের উপর রং চাপিয়েই খুলে দেওয়া হয় সেতু। সেতুর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়নি। গোটা ঘটনায় তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী শিবিরের নেতারা।


এই নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাতের বিজেপি সরকারকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। 


বিজেপি সরকারকে নিশানা-


তিনি বলেন, "রাজনীতির থেকেও মানুষের জীবন গুরুত্বপূর্ণ। এই ঘটনায় আমি স্তম্ভিত। পরিবারগুলিকে সমবেদনা জানাই। এতগুলো মানুষের মৃত্যু। যাঁদের মৃত্যু হয়েছে ওখানে, সরকার তাঁদের সাহায্য করতে পারেনি। কারণ, ওরা ভোট নিয়ে ব্যস্ত।" 


এদিকে এই পরিস্থিতিতে গতকাল সেতু-বিপর্যয়ে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। কী ভাবে আঘাত লাগল, কতটা জখম হয়েছেন তাঁরা-ঘুরে ঘুরে জানেন বেশ কয়েকজনের থেকে। 


আরও পড়ুন ; মোরবি বিপর্যয়ে নয়া তাস মোদি-শাহের! পড়শি দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা