গুয়াহাটি: ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা (Guwahati-Bikaner Express Derailed) নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ফোনে কথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার (Himanta Biswa Sarma)। হিমন্ত জানিয়েছেন, মমতা তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এমনকি পরিস্থিতি যে দিকে এগোয়, তা-ও সময় বিশেষে জানাবেন বলে আশ্বস্ত করেছেন। আহতদের পাশে থাকার জন্য মমতার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন হিমন্ত।
মমতার পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণৌর সঙ্গেও কথা হয়েছে হিমন্তর। দুর্ঘটনাগ্রস্তদের নিয়ে শোকপ্রকাশ করতে গিয়ে হিমন্ত টুইটারে লেখেন, ‘উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানিতে মর্মাহত। শোকাহতদের সমবেদনা জানাই। আহতদের আরোগ্য কামনা করছি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোজির সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা। প্রযোজনীয় সবরকমের সাহায্য করা হবে।’’
বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ময়নাগুড়ির দোমহনিতে লাইনচ্যূত হয় পটনা গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে ছুটে চলা ট্রেনের একাধিক কামরা লাইনচ্যূত হয়ে যায়। দুমড়ে মুচড়ে যায় একাধিক কামরা। একটি কামরা অন্যটির উপর উঠে গিয়েছে, এমন দৃশ্যও সামনে আসে। সন্ধের মুখে এমন দুর্ঘটনায় তড়িঘড়ি উদ্ধারকার্য শুরু হয়।
আরও পড়ুন: Mamata on Train Accident: দুর্ঘটনার খবরে মর্মাহত মমতা, উদ্ধারকার্য তদারকির নির্দেশ আধিকারিকদের
এ দিন রাত সাড়ে ৯টা পর্যন্ত দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ৫০ জনকে উদ্ধার করা গিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রয়েছেন রেল আধিকারিক এবং রাজ্য সরকারের কর্তা-ব্যক্তিরাও। মুখ্যমন্ত্রী মমতা পরিস্থিতিতির দিকে নজর রেখেছেন। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর রেলের অনুমান, লাইনের সমস্যার জন্যই ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। ময়নাগুড়ি আসছেন তিনি। রেলের তরফে মৃতদের মাথাপিছু ৫ লক্ষ, গুরুতর আহতদের মাথাপিছু ১ লক্ষ এবং অল্পবিস্তর চোট পেয়েছেন যাঁরা, তাঁদের মাথাপিছু ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা হয়েছে।