কলকাতা:  প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চলাকালীনই ট্রেন দুর্ঘটনার খবর পৌঁছেছিল কানে। সঙ্গে সঙ্গে আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছিলেন। ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় (Bikaner Express Derailed)  এ বার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উদ্ধারকার্যের তদারকি করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। যত শীঘ্র সম্ভব আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। 


উত্তরবঙ্গের আধিকারিকদের সঙ্গে এ নিয়ে যোগাযোগ রাখছেন মমতা। তার মধ্যেই সন্ধেয় টুইটারে লেখেন, ‘ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার খবরে অত্যন্ত উদ্বিগ্ন। রাজ্য সরকারের সিনিয়র অফিসার, উত্তরবঙ্গের জেলাশাসক, পুলিশ সুপার, আইজি উদ্ধারকার্য এবং ত্রাণকার্যে তদারকি করছেন। ।ত শীঘ্র সম্ভব আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’ রাজ্যের সদর দফতর থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও জানান মমতা।



রেলের তরফে ইতিমধ্যেই মৃতদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। গুরুতর আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। অল্পবিস্তর চোট পেয়েছেন যাঁরা, তাঁদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।


উত্তরবঙ্গের তৃণমূল নেতা গৌতম দেব বলেন, ‘‘যুদ্ধকালীন তপরতায় উদ্ধারকার্য চলছে। রাজ্য সরকারের আধিকারিকরা পৌঁছেছেন। গ্যাসকাটার এনে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যাঁরা সুস্থ আছেন, তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। তবে উদ্ধারকার্য শেষ হতে সময় লাগবে।’’ 



আরও পড়ুন: West Bengal Train Accident Live: মৃতদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা রেলের


গৌতম জানিয়েছেন, অনেকগুলি কামরা উল্টে পড়ে রয়েছে। একটি কামরা আর একটির উপর উঠে রয়েছে। উদ্ধারকার্য চলছে। রাজ্য সরকারের কর্তা-ব্যক্তিরা রয়েছেন ঘটনাস্থলে।


দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ৫১টি অ্যাম্বুল্যান্স। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। রেলের তরফে ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা গিয়েছে ৪০ জনকে। এর মধ্যে ২৪ জনকে নিয়ে যাওয়া হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। ময়নাগুড়ি হাসপাতালে রয়েছেন ১৬ জন। আহতদের অধিকাংশের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।


দুর্ঘটনার কারণ এখনও পর্য়ন্ত নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে সিগনাল বা পয়েন্টের কোনও সমস্যা নয়, লাইনের ত্রুটি থেকেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বেল প্রাথমিক তদন্তে অনুমান রেলের। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক। রেলের আধিকারিকরাও পৌঁছেছেন ঘটনাস্থলে। গ্যাস কাটার দিয়ে রেলের কামরা কেটে উদ্ধার করা হচ্ছে আটকে পড়া যাত্রীদের।