কলকাতা : বহু মানুষের ভরসার হাত। অনেকেই মনে করতেন, তাঁর সামনে গিয়ে দাঁড়ালেই মিলবে সুচিকিৎসা। বহু মানুষের কাছেই তিনি ছিলেন অন্ধকার সময়ে আশার আলো। দীর্ঘ রোগ ভোগের পর চলে গেলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ অলোক রাহা।

Continues below advertisement

তিনি সম্পর্কে প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহার দাদা। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন  চিকিৎসক। ৪০ বছরেরও বেশি সময় ধরে তিনি রাজ্য সরকারের চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন। রামকৃষ্ণ মিশন, দেওঘরের এই প্রাক্তনী নিঃস্বার্থভাবে রোগীদের স্বার্থে কাজ করেছেন আজীবন। তাই অনেক মানুষের কাছেই তিনি ছিলেন 'মসীহা'। দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষজনের দিকে বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত।  বৃহস্পতিবারই প্রয়াত হন অলোক রাহা। রেখে গিয়েছেন স্ত্রী, দুই পুত্র ও নাতনিকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া চিকিৎসক মহলে। মুহ্যমান তাঁর কাছে চিকিৎসা পাওয়া বহু মানুষ।

চিকিৎসক অলোক রাহা রামকৃষ্ণ মিশন দেওঘরে পড়াশোনা করেছেন। সেই আদর্শ আজীবন অনুসরণ করেছেন। জীবে সেবার মধ্যেই খুঁজেছেন জীবনে সাফল্যের সংজ্ঞা। গ্রামীণ দরিদ্র এবং দুর্বল মানুষের সেবা করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। ১৯৭৮ সালে তিনি সিএমসিএইচ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তারপর চাকরি শুরু ডাব্লুবিএইচএস-এ। বেশ কয়েক বছর গাব্বেরিয়া গ্রামীণ হাসপাতালের দায়িত্বে ছিলেন। পরবর্তীকালে কয়েক দশক ধরে  সিএমসিএইচ এবং এসএসকেএম-এ G&O বিভাগে দায়িত্বে ছিলেন।  ডাক্তার হিসেবে খুবই জনপ্রিয় ছিলেন আজীবন। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ  রোগীরাও। 

Continues below advertisement