হলদিয়া: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) খাস তালুকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা। হলদিয়ায় (Haldia) এই প্রথমবার সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ রানিচক সংহতি ময়দানে (Maidan) তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠনের সমাবেশে প্রধান বক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গতকাল হলদিয়ার (Haldia) বিভিন্ন কারখানার শ্রমিক, কর্মচারীদের নিয়ে সম্মেলন করে আইএনটিটিইউসি। এই প্রথমবার শ্রমিকরা তাঁদের সমস্যা রাজ্য নেতৃত্বকে সরাসরি জানানোর সুযোগ পেয়েছিলেন। আইএনটিটিইউসি সূত্রে খবর, শ্রমিকদের সমস্যা ও তাঁদের দাবিদাওয়া নিয়ে আজকের সমাবেশে বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত একবছর ধরেই হলদিয়ার (Haldia) তৃণমূলের শ্রমিক সংগঠন নিয়ে একাধিক অভিযোগ উঠে আসে। মনকি, চলতি বছরের গোড়ায় কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আইএনটিটিইউসি-র দুই নেতাকে গ্রেফতার করা হয়। তারপর সংগঠনে রদবদল থেকে শুরু করে শিল্পাঞ্চলে স্বচ্ছতা আনতে টোল-ফ্রি নম্বর চালু করে আইএনটিটিইউসি।
গত ২০ এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভার জন্য পূর্ব মেদিনীপুরের (Purba Midnapur) সুতাহাটায় তৃণমূলের প্রস্তুতি সভায় অশান্তি বাধে। এই সভায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেন দলের নেতা-কর্মীদের একাংশ। প্রথা মেনে সবাইকে আমন্ত্রণ করা হয়েছে বলে পাল্টা দাবি করেছেন জেলা সভাপতি। এই ইস্যুতে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।
উপলক্ষ্য ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য প্রস্তুতি সভা। আর তাতেই তাল কাটল। উঠল আমন্ত্রণ-বিতর্ক। পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি। ২৭ এবং ২৮ মে হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC’র তমলুক ও কাঁথি সংগঠনিক জেলার সম্মেলন। ২৮ তারিখ প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় তারই প্রস্তুতি সভা ছিল। উপস্থিত ছিলেন INTTUC’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র-সহ তৃণমূলের জেলা নেতৃত্ব।
মঞ্চে যখন সুতাহাটা ব্লক তৃণমূলের সভাপতি তুষার মাইতি বক্তব্য রাখছিলেন তখনই বাধে বিপত্তি। প্রস্তুতি সভায় প্রথামাফিক তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি। এই অভিযোগ তুলে INTTUC’র রাজ্য সভাপতি ও মন্ত্রীর সামনে ক্ষোভে ফেটে পড়েন দলের নেতা-কর্মীদের একাংশ।