কলকাতা: ২৬-এর আগে শুভেন্দুর জেলায় বিজেপিতে ফের ভাঙন ! ফের দলবদল করতে চলেছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল? জল্পনা কাটিয়ে অবশেষে তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক । সিপিএম বিজেপি হয়ে এবার ঘাসফুলের জমিতে তাপসী মণ্ডল।
ছাব্বিশের ভোটের আগে শুভেন্দুর জেলায় বিজেপির ভাঙন!
তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলেন, আমি দেখলাম যে, আমরা আমাদের লোকসভা বা জেলার উপরে দাঁড়িয়ে.. সেটা একটা জায়গায় যাচ্ছিল। কিন্তু সেটাকেও পক্ষান্তরে, সেই ঐক্যটাকেও ভেঙে দিয়ে, যে বিভাজন তৈরি হচ্ছে, কোথাও কার্যকর্তাদের নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে, একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে, প্রতিনিয়ত বিঘ্নিত করছে, দলের মধ্যেকার নের্তৃত্বরা। তাই, সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ, আমার মধ্যে তৈরি হয়েছে।'
'সিপিএমের সময় কাজ করতে দেওয়া হয়নি, বিজেপিতে কাজ পায়নি'
তাপসীর সংযোজন,' তাই আমি, ...বিশেষ করে এখনও আপনাদেরকে বলব, আমার হলদিয়ার ২০১১ সালে যখন শুভেন্দু অধিকারীর নের্তৃত্বে, তৃণমূল দল ক্ষমতায়,.. আমি তখন ওখানকার কাউন্সিলর ছিলাম। পরবর্তীকালে ২০১৬ সালে আমি বিধায়ক হই। ওনার নের্তৃত্বেই মূলত আমাকে কোনও কাজ করতে দেওয়া হয়নি। তার পরবর্তীকালে বিজেপিতে যাই। বিজেপিতে গিয়েও, সেখানেও কোনও কাজের মধ্যে যুক্ত হতে পারিনি। মানুষের আশা, মানুষ আজকে আমাকে দুবার নির্বাচনে জয়ী করেছেন, কিন্তু বিজেপি বিধায়ক হিসেবে এলাকায় কোনওরকম কাজ করার সুযোগ হয়নি।'
রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, 'আজকের দিনটা অত্যন্ত আনন্দের। আমাদের বিধায়িকা তাপসী মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে আজকে সামিল হলেন। বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ৯৪ টি সামাজিক প্রকল্পের মধ্য দিয়ে, সকলকে নিয়ে এগিয়ে আসার প্রয়াস শুরু করেছেন। ..তাই আজকে সর্বক্ষেত্রেই বাংলা প্রথমস্থান অধিকার করছে। তাই একজন মানুষের সেবক হিসেবে, তাপসী মণ্ডল, তিনি চিন্তা করেছেন, মানুষের পাশে থেকে মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে, তাঁর কর্মযজ্ঞে সামিল হতে হবে, তাই তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দান করলেন।'
আরও পড়ুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 'আজাদ কাশ্মীর'-র সমর্থনে দেওয়াল লিখন ! কারা লিখল স্লোগান ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)