Oppo Phones: ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে লঞ্চ হতে পারে ওপ্পো সংস্থার আরও একটি ফোন, ওপ্পো এফ২৯ প্রো প্লাস ৫জি মডেল। ওপ্পো সংস্থা আনুষ্ঠানিক ভাবে অবশ্য এখনও কিছু ঘোষণা করেনি। তবে এক টিপস্টার এর মধ্যেই ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনের সম্ভাব্য ফিচার সম্পর্কে ধারণা দিয়েছেন। এর পাশাপাশি এই ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। মাঝামাঝি রেঞ্জেই ওপ্পো সংস্থার এই দুই ফোন লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। চিনে গত বছর (২০২৪) ডিসেম্বরে লঞ্চ হয়েছিল ওপ্পো এ৫ প্রো ৫জি ফোন। তার মতোই ফিচার থাকতে চলেছে ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনে, এমনটাই শোনা গিয়েছে। 


ভারতে ওপ্পো এফ২৯ প্রো ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো প্লাস ৫জি- এই দুই ফোনের দাম কত হতে পারে, দেখে নিন 


ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনের দাম ভারতে ২৫ হাজার টাকার কম থেকে শুরু হবে, এমনটাই এক্স মাধ্যমে আভাস দিয়েছেন টিপস্টার অভিষেক যাদব। এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটা র‍্যাম ও দুটো স্টোরেজ কনফিগারেশনে ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোন লঞ্চ হতে পারে। 


ওপ্পো এফ২৯ প্রো প্লাস ৫জি ফোনের দাম ভারতে ৩০ হাজার টাকার কম থেকে শুরু হতে পারে। এই ফোন ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। অর্থাৎ এই ফোন তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


ওপ্পো এফ২৯ প্রো প্লাস ভ্যারিয়েন্টে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট হতে চলেছে। এখানে থাকতে পারে কার্ভ ডিসপ্লে। এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস কোয়াড কার্ভ AMOLED ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। আর পাবেন ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 


ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ফোন পরিচালিত হবে Android 15-based ColorOS 15- এর সাহায্যে।