কলকাতা: ছাব্বিশের ভোটের আগে শুভেন্দুর জেলায় বিজেপির ভাঙন ! তৃণমূলে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তৃণমূলে যোগ দিয়েই তিনি স্পষ্ট জানিয়েছেন, 'সিপিএমের সময় কাজ করতে দেওয়া হয়নি, বিজেপিতে কাজ পায়নি'। তাপসীর তৃণমূল যোগে কী বললেন বিরোধী দলনেতা ? এবিপি আনন্দ-র মুখোমুখি শুভেন্দু অধিকারী।


একাধিক অভিযোগ নিয়ে বিধানসভায় আসেন এদিন শুভেন্দু অধিকারী। এবং তাঁর সঙ্গে বিজেপির বিধায়করা। যখন তিনি রাজভবনে, সেই সময়, তাপসী মণ্ডল দল বদল করে তৃণমূলে গিয়েছেন।


এবিপি আনন্দ:  সিপিএম থেকে আপনার হাত ধরে এসেছিলেন। আজকে আবার তৃণমূলে চলে গেলেন।.. 


 শুভেন্দু অধিকারী : আমি আনিনি।আসতে চেয়েছিলেন। এসেছিলেন। লম্বা তালিকা ছিল। সুনীল মণ্ডলও ছিল। বিরাট একটা লম্বা তালিকা ছিল। তাতে কী হয়েছে ? মুকুটমনি, বিশ্বজিৎ আর কৃষ্ণকল্যাণী তো এদিক ওদিক হয়েছে। এই ভদ্রমহিলাকে বলুন না, আগামীকাল বিধানসভায় এসে বলতে, আমি তৃণমূলের এমএলএ। বলতে বলুন না, সাহস আছে ?


এবিপি আনন্দ:  পরশুদিন পর্যন্ত বিজেপির সঙ্গে..


শুভেন্দু অধিকারী : আমি জানি একমাস আগে থেকে। ..যেদিনকে সুনীল বনসলজি আমাদের ইনচার্জ, গাইডলাইন পাঠিয়েছেন, যে কারা কারা District President হতে পারবেন ? তাতে পরিষ্কার ছিল MLA-রা.....District President-এ তাঁদের encourage না করতে। ৫ জন এমএলএ District President ছিল। চারজন মেনে নিয়েছে, উনি মানেননি।


এবিপি আনন্দ:  তাপসী মণ্ডল বলেছেন যে, ধর্ম নিয়ে রাজনীতিতে উনি বিশ্বাস করেন না।


শুভেন্দু অধিকারী : ওর কথার উত্তরই দেব না। ও কেউ নয়।


এবিপি আনন্দ:  হঠাৎ কেন এই বিধায়করা চলে যাচ্ছেন ?


শুভেন্দু অধিকারী :  ওতো উপনির্বাচন করে লুঠ করে জিতেছে। ভোট হয়েছে নাকি রায়গঞ্জের উপনির্বাচনে ? রানাঘাটে ভোট হয়েছে নাকি ? তৃণমূলে যাওয়ার পরেও আলিপুরদুয়ার থেকে  ৩০ হাজার ভোট লিড পায় মনোজ টিগ্গা। তন্ময় ঘোষ যাওয়ার পরেও, ২০ হাজার ভোট লিড পায় সৌমিত্র খাঁ। তিনটে দল বদলুকে এমএলএ সিট থেকে রিজাইন করিয়ে, এমপি সিটে দাঁড় করিয়েছিল। তিনটেকেই লোক রিজেক্ট করেছে। পশ্চিমবাংলার জনগণ অত্যন্ত সচেতন।


আরও পড়ুন, তৃণমূলে যোগ হলদিয়ার BJP বিধায়ক তাপসী মণ্ডলের ! CPM বিজেপি হয়ে ২৬-র আগে এবার ঘাসফুলের জমিতে..


বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে কী বলেছেন তাপসী মণ্ডল ?


অপরদিকে,  তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলেন,  ' সাধারণ মানুষকে একসঙ্গে পরিবেশকে, প্রতিনিয়ত বিঘ্নিত করছে, দলের মধ্যেকার নের্তৃত্বরা। তাই, সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ, আমার মধ্যে তৈরি হয়েছে। .. মানুষ আজকে আমাকে দুবার নির্বাচনে জয়ী করেছেন, কিন্তু বিজেপি বিধায়ক হিসেবে এলাকায় কোনওরকম কাজ করার সুযোগ হয়নি।'