বিটন চক্রবর্তী, (হলদিয়া) পূর্ব মেদিনীপুর: ফের বিধ্বংসী আগুন (fire)। এবার অগ্নিকাণ্ডের কবলে পড়ল হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের (HPL link road) কাছে ঝুপড়ি। সেখানে বিধ্বংসী আগুন লাগার ছবি এল সামনে।


হলদিয়ার ঝুপড়িতে আগুন


দাউদাউ জ্বলছে আগুন। গোটা এলাকা ভরে গেছে আগুন ও ধোঁয়ায়। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে চারিদিক। এমনই ছবি হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের।


হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের কাছে ধানশেরি পেট্রোকেমের পাশে ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে। সোমবার রাতের দিকে লেগে যাওয়া আগুনের লেলিহান শিখায় ইতিমধ্যেই বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন এসে পৌঁছয়। কিন্তু কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। স্বভাবতই আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা।


স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথমে একটি ডেকোরেটরের গুদামে আগুন লাগে। সেখানে শুকনো বাঁশ ও প্লাস্টিকের চেয়ার টেবিল থাকায় দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। এরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়িতে। জোরে হাওয়া দেওয়ার কারণে আগুন ভয়াবহ রূপ নেয়।


দমকল ছাড়াও হলদিয়ার বিভিন্ন কল কারখানা থেকে মোট ৮টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।


আরও পড়ুন: Kolkata: পুলিশ পরিচয়ে তোলাবাজির অভিযোগ, রাজারহাট থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১


অন্যান্য জায়গায় অগ্নিকাণ্ড


দিন কয়েক আগে কলকাতার বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয় প্লাস্টিক কারখানা। স্থানীয় সূত্রে দাবি, পাশে নির্মীয়মাণ বহুতলে কাজ হচ্ছিল। রাতে রান্না করছিলেন শ্রমিকরা। সেখান থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান। প্রথমে প্লাস্টিকের প্যাকেট তৈরির একটি কারখানায় আগুন লাগে। তারপর সেখান থেকে আরও একটি প্লাস্টিকের কারখানায় আগুন দেখা যায়। প্লাস্টিকের প্যাকেট তৈরির কারখানায় অতি দাহ্য উপাদান মজুত ছিল। তাই আগুন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে আগুন ধরে যায় প্লাস্টিকের কন্টেনার তৈরির কারখানাতেও। দমকলের পাশাপাশি কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা তাঁরাও আগুন নেভানোর কাজে সামিল হন।