বিটন চক্রবর্তী, হলদিয়া : দীর্ঘদিন ধরে বেপাত্তা ! এবার হলদিয়া পুরসভার (Haldia Municipality) প্রাক্তন চেয়ারম্যান শ্যামলকুমার আদকের নামে হুলিয়া জারি করল আদালত। টেন্ডার দুর্নীতিতে (Tender Scam) অভিযুক্ত এই ব্যক্তির বাড়ি ও অফিসের সামনে লাগানো হয়েছে পোস্টার।


টেন্ডার দুর্নীতির অভিযোগ। হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামলকুমার আদকের নামে এবার হুলিয়া জারি হল। হলদিয়া মহকুমা আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে নোটিস দিয়ে জারি করা হয়েছে হুলিয়া।


টেন্ডার দুর্নীতির অভিযোগ, থানায় FIR দায়ের-


টেন্ডার দুর্নীতির অভিযোগে, গত ২৯ সেপ্টেম্বর শ্যামল আদকের বিরুদ্ধে হলদিয়ার ভবানীপুর থানায় FIR দায়ের করেন এক ব্যক্তি। অভিযোগ, 
শ্যামল আদক চেয়ারম্যান থাকাকালীন, একাধিক রাস্তা ও ভবন নির্মাণে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। নামে-বেনামে নিজের একাধিক কোম্পানিকে তিনি টেন্ডার দিয়েছিলেন বলে দাবি। কিন্তু এই অভিযোগ সামনে আসার পর থেকেই বেপাত্তা শ্যামল আদক।


পুলিশ সূত্রে খবর, তাঁর খোঁজে দিল্লি পর্যন্ত পাড়ি দিলেও মেলেনি খোঁজ। এই প্রেক্ষিতে, হলদিয়া মহকুমা আদালতে, পুলিশের তরফে হুলিয়া জারির আবেদন করা হয়। গত শনিবার হুলিয়া জারির নির্দেশ হয় আদালত। সোমবার তা কার্যকর হয়। এরপরই দেখা যায়, হলদিয়া ও কলকাতায়, শ্যামল আদকের বাড়ির গেট সহ বিভিন্ন জায়গায় সাঁটানো হচ্ছে, হুলিয়ার কপি। 
 
তৃণমূলের টিকিটে জিতে হলদিয়া পুরসভার চেয়ারম্যান হয়েছিলেন শ্যামল আদক। কিন্তু ২০২১-এ বিধানসভা ভোটের আগে, মুকুল রায়ের হাত ধরে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি বলেন, শ্যমল আদক যখন তৃণমূলে ছিলেন তখন কিছু হল না। আর তিনি বিজেপিতেই ঢুকতে তাঁর বিরুদ্ধ্যে মিথ্যা মামলা দিয়ে এইসব করা হচ্ছে।


এপ্রসঙ্গে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন নস্কর অবশ্য বলছেন, হুলিয়া জারি করেছে আদালত। এর সঙ্গে দলের কোনও সংযোগ নেই।


শ্যামল আদকের বিরুদ্ধে দুর্নীতি মামলায় ইতিমধ্যে প্রাক্তন ভাইস চেয়ারম্যান নারায়ণ প্রামাণিক, অর্থ দফতরের চেয়াম্যান ইন কাউন্সিল বিকাশ জানা এবং তদানীন্তন টেন্ডার কমিটির চেয়ারম্যান সত্যব্রত দাসকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে, হলদিয়া পুরসভার একাধিক কর্মী, আধিকারিককে। 


আরও পড়ুন ; টেন্ডার দুর্নীতিতে হলদিয়ায় দফায় দফায় তল্লাশি পুলিশের, তুঙ্গে তরজা, মুখে চুনকালি লাগানোর হুঁশিয়ারি শুভেন্দুর