বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: দুর্নীতি সংক্রান্ত একটি মামলায়, শুক্রবার রাত থেকে দফায় দফায় হলদিয়া পুরসভায় তল্লাশি চালাল পুলিশ (Haldia News)। বাজেয়াপ্ত নথি। এ’নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল (TMC)।


টেন্ডার দুর্নীতি নিয়ে দফায় দফায় তল্লাশি হলদিয়ায়


পুজো মিটতেই শিল্প-শহর হলদিয়ায় তুঙ্গে রাজনীতি। বিভিন্ন দুর্নীতি মামলায় শুক্রবার, শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীকে কাঁথি থানায় ডেকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় SDPO’র নেতৃত্বে, শুক্রবার রাত থেকে দফায় দফায় হলদিয়া পুরসভায় তল্লাশি চালাল পুলিশ।


তল্লাশির সময় উপস্থিত ছিলেন, ভবানীপুর-হলদিয়া ও মহিষাদল থানার পুলিশ অফিসাররাও। গভীর রাতে বস্তাবন্দি করে বেশ কিছু ফাইল ও নথি বাজেয়াপ্ত করে পুলিশ। শনিবার সকালেও, তল্লাশি চালানো হয়। 


টেন্ডার দুর্নীতির অভিযোগে, ২৯ সেপ্টেম্বর প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে হলদিয়ার ভবানীপুর থানায় FIR দায়ের করেন এক ব্যক্তি। 
সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় হলদিয়া পুরসভার ১২ জন আধিকারিককে। পুরসভার কাজকর্ম নিয়ে প্রশ্ন করা হয় তাঁদের।


আরও পড়ুন: Mamata Banerjee : কখনও কাঁসর, কখনও ঢাক, কখনও আবার মাতলেন নাচে, কার্নিভালে অন্য মুডে মুখ্যমন্ত্রী


পুলিশের একটি সূত্রের দাবি, শ্যামল আদক চেয়ারম্যান থাকাকালীন, একাধিক রাস্তা ও ভবন নির্মাণে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। অভিযোগ, নামে-বেনামে নিজের কোম্পানিকে টেন্ডার দিয়েছিলেন শ্যামল আদক। সেই সময় রাস্তা-সহ বিভিন্ন কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।


হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডে জানিয়েছেন, শ্যালম আদক পলাতক। আর এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায়, "ভাইপোর কথাতে টাকলা এসডিপিও এ সব করছে। কিছু করতে পারবে না। মুখে চুন-কালি লাগাব।" তা নিয়ে আবার শুভেন্দুকে কটাক্ষ করেন মহিষাদলে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী।


পুজো মিটতেই রাজনৈতিক তরজা তুঙ্গে হলদিয়ায়


২০২১ সালের ১৬ অগাস্ট, শ্যামল আদকের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তুলে হলদিয়ার ভবানীপুর থানায় লিখিত অভিযোগ করেন হলদিয়া পুরসভার তৎকালীন এক্সিকিউটিভ অফিসার। তার পর, এ’বছরের সেপ্টেম্বরে আরও একটি অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে দাবি, শ্যামল আদক ভিন্ রাজ্যে পালিয়ে গিয়েছেন। তাঁর খোঁজে তল্লাশি চলছে।