বিটন চক্রবর্তী, হলদিয়া: হলদিয়া পেট্রোকেমে আইওসির (Haldia Petrochem IOC) রিফাইনারিতে বিধ্বংসী আগুন। অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যুর খবর এসেছে ইতিমধ্যেই, দাবি হলদিয়া পুরসভার (Haldia Corporation) চেয়ারম্যানের। তিনি জানিয়েছেন, গুরুতরভাবে অগ্নিদ্বগ্ধ হয়েছেন অন্তত ৪৪ জন। ইতিমধ্যেই তাঁদের কয়েকজনকে গ্রিন করিডোর করে কলকাতায় এনে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, মক ড্রিলের পরে ফের কাজ শুরু হতেই ওয়েল্ডিং থেকে দুর্ঘটনা। অগ্নিকাণ্ড নিয়ে এখনও হলদিয়া পেট্রোকেমের কোনও প্রতিক্রিয়া মেলেনি। হাসপাতাল সূত্রে খবর, ইতিমধ্যেই ৫ জনকে ভর্তি হয়েছে। প্রত্য়েকেরই 'সিভিয়র বার্ন' রয়েছে। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। আরও ১১ জনকে ভর্তির জন্য আনা হচ্ছে। প্রস্তুতি নেওয়া হচ্ছে হাসপাতালেও। 


উল্লেখ্য, বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতদের উদ্দেশে শোকপ্রকাশ করে একটি টুইটও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।





দাউ দাউ করে জ্বলছে আগুন! গল গল করে বের হচ্ছে কালো ধোঁয়া! রাসায়নিকের গন্ধে, ঢেকেছে চারপাশ! মঙ্গলবার, বিকেলের দিকে হলদিয়া পেট্রোকেমের IOC’র  (Haldia Petrochem IOC) রিফাইনারিতে বিধ্বংসী আগুন লাগে! আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ওয়েল্ডিংয়ের সময় ফুলকি থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। এই অগ্নিকাণ্ডের জেরে ফের প্রশ্নে রিফাইনারির নিরাপত্তা। 


কীভাবে বিপদের মোকাবিলা করা হবে, তার জন্য হচ্ছিল মক ড্রিল। কিন্তু মক ড্রিল শেষ হতেই ধেয়ে এল বিপদ! হলদিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের রিফাইনারিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে, মৃত্যু হল একাধিক শ্রমিকের।  আহত শ্রমিকদের অনেককে গ্রিন করিডোরের মাধ্যমে আনা হল কলকাতায়। IOC সূত্রে খবর, পয়লা ডিসেম্বর থেকে প্লান্টে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তার জন্য উৎপাদন বন্ধ রাখা হয়েছে। 


এরই মধ্যে মঙ্গলবার মক ড্রিল হয়েছিল প্লান্টে। সূত্রের খবর, মক ড্রিল শেষ হওয়ার পরপরই ঘটে বিপত্তি। এক জায়গায় ঝালাইয়ের কাজ হচ্ছিল। সেখানেই কোনওভাবে তরল ন্যাপথা ছিটকে এসে পড়ায়, আগুন ধরে যায়। 


মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে। কালো ধোঁয়ায় ভরে যায় আকাশ! রাসায়ানিকের গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশ!  সূত্রের খবর, এদিন, IOC’র  রিফাইনারিতে মক ড্রিল হয়। তারপর, কাজ শুরু হতেই ওয়েল্ডিং থেকে দুর্ঘটনা হয়।


২০১২ সালের সেপ্টেম্বরে, হলদিয়ার IOC রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হন বেশ কয়েকজন শ্রমিক। ঘটেছিল প্রাণহানিও। ৯ বছর পর ফিরে এল ভয়াবহ সেই স্মৃতি!


শেষ পাওয়া খবর অনুযায়ী, ডিসান হাসপাতালে ভর্তি করা হয়েছে অগ্নিদগ্ধ ১৬ জনকে। ৫ জন ভর্তি টেকনো ডামায়, ৭ জন ভর্তি বন্দর হাসপাতালে। অগ্নিকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর