Amazon Offer On iPhone 12 Mini: অ্যামাজনে দিচ্ছে বছরের সেরা ডিল। iPhone 12 Mini-তে দুর্দান্ত অফার চলছে। এই ফোনের MRP-তে সরাসরি ২০ হাজার ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি HSBC ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত ২ হাজার টাকার ছাড় রয়েছে। এই ফোনে ১৪ হাজারের বেশি এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাচ্ছে। জেনে নিন iPhone 12 Mini-র দাম ও স্পেসিফিকেশন।


অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল 


New Apple iPhone 12 Mini (64GB) Red Colour 


iPhone 12 Mini-র দাম 69,900 টাকা। যদিও অফার প্রাইসে এই ফোন 49,900 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই ফোন কিনলে আপনি সরাসরি 20 হাজারের বেশি ছাড় পাচ্ছেন। HSBC ব্যাঙ্কের কার্ডে পেমেন্ট করলে সরাসরি 2 হাজারের সঙ্গে সঙ্গে ছাড় পাবেন। এই ফোনে 14,900 হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস রয়েছে। এই বোনাস অবশ্য আপনার পুরোনো ফোনের অবস্থার উপর নির্ভর করবে৷ এই সব অফার পেলে 69 হাজারের এই ফোন মাত্র 33 হাজারে কেনা যাবে। এছাড়াও iPhone12 Mini-এ একটি নো কস্ট ইএমআই অপশন রয়েছে,  যাতে আপনি সুদ না দিয়ে প্রতি মাসে কিস্তিতে এর দাম শোধ করতে পারবেন।


আইফোন মিনি কিনতে এই লিঙ্কে ক্লিক করুন


iPhone 12 Mini 64 GB এর স্পেসিফিকেশন


ফোনে রয়েছে সবুজ, নীল, কালার অপশন।


এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। যার মধ্যে 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 12MP টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ছবি জুম করার জন্য 4x অপটিক্যাল জুম রেঞ্জ দেওয়া হয়েছে।


এই ফোনে Night Mode, Deep Fusion, Smart HDR 3, Apple ProRAW-এর মতো ফিচার দেওয়া হয়েছে। এর সাথে অন্য সব মোড, পোর্ট্রেট লাইটিং, ডেপথ কন্ট্রোলও দেওয়া হয়েছে।


এতে 4K ডলবি ভিশন HDR রেকর্ডিং এর সুবিধা রয়েছে। যাতে আপনি উচ্চ মানের ভিডিও তৈরি করতে পারেন।


এছাড়াও রয়েছে LiDAR Scanner-এর ফিচার। যা নাইট মোডের পোর্ট্রেট ছবিগুলিকে খুব দর্শনীয় করে তোলে। রাতে কম আলো থাকলেও ভাল আসবে ছবি।


এই ফোনে নাইট মোড, 4K ডলবি ভিশন HDR রেকর্ডিং বৈশিষ্ট্য-সহ একটি 12MP TrueDepth সেলফি ক্যামেরা রয়েছে। অর্থাৎ আপনি সেলফি ক্যামেরা থেকে ভালো মানের ভিডিও রেকর্ড করতে পারবেন। রাতেও ভালো ছবি তুলতে পারবেন।


সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে সহ এই ফোনে রয়েছে 5.4 ইঞ্চি স্ক্রিন।সেই সঙ্গে ফোনে IP68 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রয়েছে।


ফোনে একটি সিরামিক শিল্ড গ্লাস রয়েছে যা খুব শক্তিশালী। সেই কারণে আইফোনের স্ক্রিন অন্যান্য স্মার্টফোনের তুলনায় বেশি মজবুত।ইন্টেলিজেন্ট A14 বায়োনিক চিপ স্মার্টফোন প্রযুক্তির কারণে ফোনের পারফরম্যান্স বেশ ভাল।


ফোন ম্যাগসেফ চার্জিং সাপোর্ট করে ও চার্জ করার পরে 17 ঘণ্টা পর্যন্ত চলতে পারে।ফোনে 5G নেটওয়ার্ক সিম সাপোর্ট রয়েছে। এ ছাড়াও ফোনে ফেস আই ফিচার দেওয়া আছে।ফোনে পাবেন এক বছরের ওয়ারেন্টি। 


আইফোন মিনি কিনতে এই লিঙ্কে ক্লিক করুন