রঞ্জিত হালদার, নরেন্দ্রপুর:মেয়েকে (daughter) খুনের (murder) অভিযোগে নাম জড়াল জন্মদাতা বাবার (father)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর (narendrapur) থানা এলাকার গড়িয়ার (garia) কালীতলায়। অভিযুক্ত অবিনাশ নস্করের বিরুদ্ধে থানায় অভিযোগ (complaint) দায়ের হয়েছে এর মধ্যেই। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


রহস্য পরতে পরতে...
গড়িয়ার কালীতলায় একটি ভাড়াবাড়িতে থাকতেন অবিনাশ। সঙ্গে থাকতেন তাঁর ১৮ বছরের মেয়ে সুদেষ্ণা। তাঁরই দেহ উদ্ধার হলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা জানাচ্ছেন, বছরখানেক আগে সুদেষ্ণার মা ও অবিনাশের স্ত্রী বৃহস্পতি নস্করের দেহও উদ্ধার হয়েছিল। তাঁদের দাবি, মা ও মেয়ের নামে ব্যাঙ্কে কিছু টাকা ছিল। সেই টাকা হাতাতেই পর পর দুজনকে খুন করা হয়েছে বলে অভিযোগ। প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, অবিনাশের সঙ্গে অন্য মহিলার বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। সূত্রের খবর, মা ও মেয়ের রহস্যমৃত্যুর সঙ্গে সেই সম্পর্কের কোনও যোগ রয়েছে কিনা সেটাও দেখবে পুলিশ। আপাতত সুদেষ্ণার মামাবাড়ির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 


কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত কাল অর্থাৎ বুধবার বিকেলে তরুণীকে ডাকতে তাঁর বাড়ি গিয়েছিলেন বন্ধুরা। কিন্তু কোনও সাড়াশব্দ না পাওয়ায় কিছু একটা সন্দেহ হয় তাঁদের। জানলার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করেন, ভিতরে কী হয়েছে। তখনই সুদেষ্ণার ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। বিষয়টি অন্যান্যদের জানান তাঁরাই। এর পর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে। এটি আত্মহত্যা নাকি খুন, সেটা খতিয়ে দেখছে পুলিশ। অবিনাশ নস্করের পাশাপাশি বাড়ির মালিক ও অন্যান্য ভাড়াটিয়াদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে মৃতার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও স্থানীয়দের বড় অংশের ধারণা, বছরখানেকের ব্যবধানে যে ভাবে মা ও মেয়ের দেহ মিলেছে তাতে খুনের সম্ভাবনাই জোরাল। এবং সেক্ষেত্রে অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখা সবচেয়ে জরুরি। তরুণীর দেহ উদ্ধার ঘিরে এই মুহূর্তে চাঞ্চল্য এলাকায়। 
   প্রসঙ্গত, এর আগেও সন্তানের হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গত মার্চেই হাওড়ার বাগনানে দেড় বছরের কন্যাসন্তানকে আছাড় দিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে। পুত্রের পরিবর্তে  কন্যাসন্তান হওয়ায় অশান্তি হচ্ছিল বলে মৃত শিশুটির মা অভিযোগ করেছিলেন। তার জেরেই হঠাৎ এই ঘটনা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে বাগনান থানার পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত বাবা।


আরও পড়ুন:মৃত্যু গর্ভবতী ভারতীয় মহিলা পর্যটকের, পদত্যাগ পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রীর